চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে তাদের নতুন ও সবচেয়ে শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ ‘আসেন্ড ৯১০ডি’ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াওয়ে ইতোমধ্যে কিছু চীনা প্রযুক্তি কোম্পানির সাথে এই চিপের প্রযুক্তিগত সক্ষমতা পরীক্ষার জন্য আলোচনা শুরু করেছে। খবর রয়টার্স।
হুয়াওয়ে আশা করছে, তাদের নতুন এই আসেন্ড প্রসেসর এনভিডিয়ার এইচ১০০ চিপের চেয়েও বেশি শক্তিশালী হবে। আগামী মে মাসের শেষ নাগাদ প্রথম ব্যাচের নমুনা হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে রয়টার্স জানায়, হুয়াওয়ে আগামী মাস থেকেই তাদের উন্নত আসেন্ড ৯১০সি চিপের ব্যাপক সরবরাহ শুরু করতে পারে।
এনভিডিয়ার উচ্চক্ষমতাসম্পন্ন এআই চিপের বিকল্প তৈরি করতে চীনা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে এনভিডিয়ার অনেক উন্নত পণ্য চীনে বিক্রয় বন্ধ রয়েছে, যার মধ্যে এইচ১০০ ও নতুন বি২০০ চিপও রয়েছে।