জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি-তে নতুনভাবে যুক্ত হয়েছে এআই-চালিত শপিং ফিচার। ব্যক্তিগত পছন্দ অনুযায়ী পণ্যের রিভিউ, ছবি ও কেনার লিংক একসাথে হাজির করবে এই ফিচার।
গত সপ্তাহে ওপেনএআই এক ঘোষণায় জানায়, ব্যবহারকারীরা এখন চ্যাটজিপিটির মাধ্যমে পছন্দের পণ্যের সুপারিশ পাবেন—একেবারেই বিজ্ঞাপন ও কমিশনমুক্তভাবে।
কীভাবে কাজ করবে ফিচারটি?
নতুন এই ফিচারের মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহারকারীর প্রয়োজন বুঝে:
নির্দিষ্ট ক্যাটাগরির পণ্য সুপারিশ করবে,
পণ্যের ছবি, দামের পরিসর ও গ্রাহক রিভিউ দেখাবে,
কেনার জন্য সরাসরি লিংক দেবে।
তবে চ্যাটজিপিটি নিজে কোনো পণ্য বিক্রি করছে না বা কোনো লেনদেনেও অংশ নিচ্ছে না।
চ্যাটজিপিটির ফলাফলগুলো তৈরি হচ্ছে তৃতীয় পক্ষের রিভিউ ও ওয়েবসাইট থেকে সংগৃহীত ডাটার ভিত্তিতে, যেগুলো আগে থেকেই পাবলিকলি অ্যাক্সেসযোগ্য।
বিজ্ঞাপন নয়, কমিশনও নয়
ওপেনএআই স্পষ্টভাবে জানায়, চ্যাটজিপিটির এই শপিং ফিচার:
কোনো ধরনের বিজ্ঞাপন দেখাবে না,
পণ্যের বিক্রয়ের বিপরীতে কোম্পানি কমিশন নেবে না।
ফিচারটি তৈরি হয়েছে ব্যবহারকারীর তথ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং উপযোগী রিকমেন্ডেশন দেওয়ার উদ্দেশ্যে।
গোপনীয়তা ও নিরপেক্ষতা
চ্যাটজিপিটির শপিং রিকমেন্ডেশন প্রক্রিয়ায়:
ব্যক্তিগত তথ্য বিক্রি বা ট্র্যাকিং হবে না,
ফলাফল নির্ধারিত হবে ডেটা এনালাইসিস ও ইউজার প্রম্পট অনুসারে,
ব্যবহারকারী চাইলে পণ্যের ধরন, ব্র্যান্ড, দাম, এমনকি পরিবেশবান্ধবতার মতো ফিল্টারও দিতে পারবেন।
কীভাবে ব্যবহার করবেন?
এই ফিচার বর্তমানে চ্যাটজিপিটি প্লাস ইউজারদের জন্য পর্যায়ক্রমে চালু হচ্ছে। আপনি চাইলে সরাসরি জিজ্ঞাসা করতে পারেন: “আমার বাজেট ৫০ ডলারের মধ্যে সেরা ব্লুটুথ হেডফোন কী হতে পারে?” চ্যাটজিপিটি তখন আপনাকে কয়েকটি পছন্দ, রিভিউ, দাম এবং কেনার লিংকসহ সাজিয়ে দেবে।