দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে অনার এক্স৮সি স্মার্টফোন উন্মোচন করেছে বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের জন্য স্মার্টফোনটিতে নিশ্চিত করা হয়েছে অত্যাধুনিক ফিচার ও নান্দনিক ডিজাইন।
সুন্দর ও স্পষ্ট ছবির জন্য অনার এক্স৮সি’র ক্যামেরায় রয়েছে এআই-পাওয়ারড ১০৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ক্লিয়ার নাইট ফটোগ্রাফি রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যবহারকারীদের ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার জন্য ডিভাইসটিতে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট ও এফএইচডি+ রেজ্যুলেশনের ৬.৭ ইঞ্চি ডিসপ্লে। দীর্ঘক্ষণ ব্যবহারে স্বাচ্ছন্দ্য নিশ্চিতে স্মার্টফোনটিতে রয়েছে ৫০০০ মিলিআম্পিয়ার-আওয়ার ব্যাটারি এবং ৩৫ ওয়াট সুপারচার্জ ব্যবস্থা।
স্মার্টফোনটির উন্মোচন নিয়ে অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন বলেন, “যারা দুর্দান্ত ক্যামেরা ও বিশাল স্টোরেজের টেকসই ফোন ব্যবহার করতে চান, এমন সব তরুণদের জন্যই আমরা নিয়ে এসেছি অনার এক্স৮সি। এ স্মার্টফোনটির মাধ্যমে আমরা শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের ক্ষমতায়নে ভূমিকা রাখতে চাই, যেন তারা পরস্পরের সাথে সংযুক্ত থেকে সুন্দর স্মৃতিগুলোকে ধারণ করতে পারে এবং জীবনের যাত্রায় এগিয়ে যেতে পারে।”
তরুণরা যেন তাদের পছন্দের ছবি, গেমস ও অ্যাপস স্বাচ্ছন্দ্যে সংরক্ষণ ও ব্যবহার করতে পারেন তাই, স্মার্টফোনটিতে রয়েছে ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ১৬ জিবি র্যাম (৮+৮ এক্সটেন্ডেড) । স্মার্টফোনটির ম্যাজিক-ওএস ৯.০ পাওয়ারড সিস্টেম নিশ্চিত করবে চমৎকার এআই অভিজ্ঞতা। এছাড়াও, এক্স৮সি আইপি৬৪ পানি ও ধুলা প্রতিরোধী এবং এটি ৩৬০ ডিগ্রি ওয়াটার প্রোটেকশন প্রদান করে। স্মার্টফোনটি এসজিএস সার্টিফাইড (ডিউরেবিলিটি)।
দেশের বাজারে মার্স গ্রিন, মুনলাইট হোয়াইট ও মিডনাইট ব্ল্যাক রঙে ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ৩৪,৯৯৯ টাকায়।
আরও বিস্তারিত তথ্যের জন্য অনুগ্রহ করে ভিজিট করুন: https://smart-honor.com