বাজারে আসার পর থেকেই জনপ্রিয়তা পেয়েছে ভিভো ভি৫০ লাইট। কেন ক্রেতারা এত পছন্দ করছে ভিভোর নতুন এ স্মার্টফোন? শুধুই কি এর স্লিম ডিজাইন নাকি আছে আরও কোনো চমক?
মূলত আল্ট্রা স্লিম ডিজাইন ও অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি সনি আইএমএক্স৮৮২ সেন্সরের প্রফেশনাল কোয়ালিটির ক্যামেরা দিয়েও মন জয় করে নিচ্ছে ভিভো ভি৫০ লাইট। কেবল কনটেন্ট দেখতেই নয়, কনটেন্ট তৈরির ক্ষেত্রেও এই ফোন নিয়ে যাচ্ছে ছবি তোলার অভিজ্ঞতাকে নতুন উচ্চতায়।
দিন হোক বা রাত- ফোনটির ৫০ মেগাপিক্সেল ক্যামেরায় প্রতিটি ছবি হয় আরও ক্লিয়ার, আরও মনোমুগ্ধকর। বিশেষ করে স্পষ্ট আলো ও ক্লিয়ার ডিটেইলস ধরে রাখে এতে থাকা সনি আইএমএক্স৮৮২ সেন্সর ও অরা লাইট প্রযুক্তি। যা কম আলোতেও প্রতিটি শটে নিশ্চিত করে বাস্তব রঙ এবং নিখুঁত স্বচ্ছতা। আর আল্ট্রা ক্লিয়ার নাইট ফটোগ্রাফি ফিচারের মাধ্যমে রাতের অন্ধকারেও নিখুঁত ছবি তুলতে সক্ষম ফোনটি। সেন্সরটির শক্তিশালী ইমেজ প্রসেসিং ক্ষমতা ভিভো ভি৫০ লাইটকে করেছে ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর, ভ্লগার এবং স্মার্টফোন ফটোগ্রাফি প্রেমীদের পছন্দের একটি ডিভাইস।
সেলফির ক্ষেত্রেও চমক দেখাচ্ছে ভিভো ভি৫০ লাইট। এর ৩২ মেগাপিক্সেলের আল্ট্রা ক্লিয়ার ফ্রন্ট ক্যামেরা সেলফি প্রেমীদের জন্য আদর্শ সঙ্গী! প্রতিটি সেলফিতে ধরা পড়ে নিখুঁত ত্বকের টোন, বাস্তব রঙ ও প্রাকৃতিক আলো। স্মার্ট বিউটি অ্যালগরিদম এবং হাই-রেজুলিউশন ক্যাপচার প্রযুক্তি সেলফিগুলোকে করে তোলে সোশ্যাল মিডিয়ার জন্য একেবারে পারফেক্ট।
পোর্ট্রেটেও রয়েছে নতুনত্ব। হোক প্রকৃতি বা স্ট্রিট ফটোগ্রাফি, ফোনটির পোর্ট্রেট মোড সোনালী আলোয় ঝলমলে সূর্যাস্ত বা শহরের আলোয় স্নিগ্ধ মুহূর্ত ক্যাপচার করে একদম প্রাকৃতিকভাবে। দূর থেকে একটি ক্যান্ডিড শট কিংবা কাছ থেকে সঠিকভাবে ফ্রেম করা ক্লোজ-আপ, সব ছবিতেই দিচ্ছে প্রাকৃতিক টেক্সচার। এর এআই ইমেজ স্টুডিওতে রয়েছে এআই ইরেজ ২.০ ফিচার। যা এক টাচেই মুছে দেয় অপ্রয়োজনীয় ফটোবম্বার এবং অন্যান্য ডিসট্রাকশন। তাই প্রতিটি ছবিই এখন হয়ে উঠছে সোশ্যাল মিডিয়ার জন্য একেকটি পারফেক্ট পোস্ট।
গেমার, স্টুডেন্ট কিংবা কনটেন্ট ক্রিয়েটর, ভিভো ভি৫০ লাইট এখন সবার জন্যই টক অফ দ্য টাউন! কেননা, মাত্র ৭.৭৯ মিমি পুরু আর ১৯৬ গ্রাম ওজনে তৈরি ভিভো ভি৫০ লাইট যেমন হালকা তেমনই আরামদায়ক। হাই-গ্লস ফ্রেমের ডিজাইন ও ট্রেন্ডি কালার টাইটেনিয়াম গোল্ড আর ফ্যান্টম ব্ল্যাক সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই দারুণ সাড়া ফেলেছে। অনেকেই বলছেন, হাতে নিয়েই বোঝা যায় ফোনটি কত প্রিমিয়াম। ৬৫০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি, ৯০ ওয়াট ফাস্ট চার্জ আর ১২০ হার্জ রিফ্রেশ রেটের স্ক্রিন – এই কম্বিনেশন ব্যবহারকারীদের কাছে ফোনটিকে করে তুলেছে আরও আকর্ষণীয়।