আইসিসির ঘোষিত বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ সময়সূচি অনুযায়ী আগামি ৩০ মে শুরু হচ্ছে ক্রিকেট দুনিয়ার সবথেকে বড় আয়োজন। এরই মধ্যে সম্পন্ন হয়ে গেছে স্বত্ব কেনার আয়োজন, যার ফলে লাইভ খেলা সম্প্রচার করবে শুধুমাত্র স্বত্ব কেনা টিভি বা চ্যানোলগুলে।অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের লিংক কিংবা এন্ড্রয়েড অ্যাপ্স দিয়েও দেখা যাবে।
অ্যান্ড্রয়েড মোবাইলে লাইভ দেখার লিংকঃ
অনলাইনে যেকোন ক্রিকেট ম্যাচ লাইভ দেখার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম এখন স্মার্টফোন। কারণ, অ্যান্ড্রয়েড মোবাইলে ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ লাইভ দেখার জন্য রয়েছে অসংখ্য অ্যাপ। এই আসরের বিশ্বকাপে আইসিসির কাছে অফিসিয়ালি লাইভ স্ট্রিম করার অনুমতি পেয়েছে Rabbithole অ্যাপ। তাই মোবাইলে ICC World Cup 2019 লাইভ দেখার জন্য ইন্সটল করে নিন Rabbithole অ্যাপটি। এছাড়াও, গুগল প্লে স্টোরে পাবেন অসংখ্য আনঅফিসিয়াল স্ট্রিমিং অ্যাপ। প্রতিটি ম্যাচ শুরুর পূর্বে এই পোস্টে লাইভ দেখার অ্যাপ লিঙ্ক গুলো আপডেট করে দেয়া হবে।