অ্যাপল ২০২৬ সালে তাদের আইফোন ১৮ সিরিজকে দুই ধাপে বাজারে আনবে বলে জানিয়েছে দ্য ইনফরমেশন। খবর টেকক্রাঞ্চ।
প্রতিবেদন অনুসারে, আইফোন ১৮ এর প্রো সংস্করণগুলো বাজারে আসবে ২০২৬ সালের সেপ্টেম্বরে, আর কমদামী আইফোন ১৮ মডেল ও নতুন আইফোন ১৬e এর সমমানের সংস্করণ আসবে তারও প্রায় ছয় মাস পরে। একই সময় একটি নতুন ফোল্ডেবল আইফোনও বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও, অ্যাপল চলতি বছর “আইফোন ১৭ এয়ার” নামে একটি পাতলা সংস্করণ আনার পরিকল্পনা করছে বলে ব্লুমবার্গ জানিয়েছে। ২০২৬ সালে তার উত্তরসূরিও আসবে বলে ধারণা করছে দ্য ইনফরমেশন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অ্যাপল কমদামী আইফোন ১৮ মডেল ভারতে উৎপাদনের চেষ্টা চালাচ্ছে, যাতে চীনের ওপর নির্ভরশীলতা কমানো যায়।
অনেকে মনে করছেন, যুক্তরাষ্ট্রে ট্রাম্পের শুল্কনীতির কারণে অ্যাপলের মুনাফা চাপে পড়েছে, সেই প্রেক্ষিতে এটি একটি কৌশলগত সিদ্ধান্ত হতে পারে।