সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) স্কুলে এখন চার বছরের শিশুরাও শিখবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। ইউএইর সব সরকারি স্কুলে কিন্ডারগার্টেন থেকে ১২ গ্রেড পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তাকে আলাদা একটি বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন দুবাইয়ের শাসক ও আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রাশেদ। খবর দ্য ন্যাশনাল।
মোহাম্মদ বিন রাশেদ রোববার (৪ মে) এক পোস্টে লিখেছেন, ‘আমাদের লক্ষ্য হলো শিশুদের এআই সম্পর্কে গভীর জ্ঞান দেয়া ও পাশাপাশি নতুন প্রযুক্তিটির নৈতিক দিকগুলোর প্রতি তাদের সচেতনতা বাড়ানো। শ্রেণিকক্ষে এআইয়ের তথ্য, অ্যালগরিদম, অ্যাপ্লিকেশন, ঝুঁকি এবং সমাজ ও জীবনের সঙ্গে এর সংযোগ সম্পর্কে তাদের পড়ানো হবে।’
ঘোষণা অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে সব শিক্ষার্থী স্কুলে চার বছর বয়স অর্থাৎ কিন্ডারগার্টেন থেকেই এআই শিখবে। সিদ্ধান্তটি ২০২৬ সাল থেকে কার্যকর হবে, তবে বর্তমানে ঘোষণাটি শুধু সরকারি স্কুলের জন্য প্রযোজ্য।
বেসরকারি স্কুলগুলোয় এআইকে বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হবে কি না, তা নিয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, ইউএই ভবিষ্যৎ প্রজন্মকে একটি নতুন বিশ্ব ও উন্নত দক্ষতার জন্য প্রস্তুত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। দ্য ন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, এআই পাঠ্যক্রমে শিক্ষার্থীদের মৌলিক ধারণা, তথ্য ও অ্যালগরিদম, সফটওয়্যার ব্যবহার, নৈতিক সচেতনতা ও বাস্তব বিশ্বে এর ব্যবহার শেখানো হবে।