প্রায় দেড় বছর পর গতকাল মঙ্গলবার (৬ মে) গ্র্যান্ড থেফট অটো (জিটিএ) সিক্সের দ্বিতীয় ট্রেলার প্রকাশ করেছে রকস্টার গেমস। গেম মুক্তির তারিখ পেছানোর ঘোষণা দেয়ার কিছুদিনের মধ্যেই নতুন ট্রেলারটি সামনে এল। এতে দেখা গেছে, ভাইস সিটি ঘিরে তৈরি জিটিএ সিক্সের ওপেন ওয়ার্ল্ড। খবর গেমস্পট।
জিটিএর প্রকাশক রকস্টার চলতি সপ্তাহের শুরুতে জানায়, এ সিরিজের বহুল প্রতীক্ষিত সংস্করণটির মুক্তি পিছিয়ে ২০২৬ সালের মে মাসে নেয়া হয়েছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী, গেমটি চলতি বছরই উন্মোচনের কথা ছিল।
জিটিএ সিক্সের প্রথম ট্রেলার প্রকাশ পায় ২০২৩ সালের ডিসেম্বরে। রকস্টার এবার প্রথমবারের মতো গল্পের সংক্ষিপ্ত বিবরণ দিয়েছে ট্রেলারে। প্রায় তিন মিনিটের গল্পে দেখানো হয়, মূল চরিত্র জেসন ডুভাল ও লুসিয়া ক্যামিনোস ব্যর্থ ডাকাতির পর এক জটিল ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে।
গেমের বিবরণ অনুযায়ী, জেসন ও লুসিয়ার জীবন তাদের অনুকূলে নেই। এর মধ্যে যখন একটি সহজ ডাকাতি ভেস্তে যায়, তখন তারা লিওনিডা রাজ্যজুড়ে ছড়িয়ে থাকা অন্ধকার জগতে বড় এক ষড়যন্ত্রের ফাঁদে পড়ে যায়। বেঁচে থাকতে হলে এবার তাদের একে অপরের ওপর আগের চেয়েও বেশি ভরসা করতে হবে।
প্রতিবেদন অনুযায়ী, জিটিএ সিক্সের অফিসিয়াল ওয়েবসাইটেও এসেছে বড়সড় আপডেট। সেখানে এখন দেখা যাচ্ছে গেমের স্ক্রিনশট, গল্পের বিস্তারিত তথ্যসহ আরও অনেক কিছু। এর পাশাপাশি নতুন ট্রেলারের নানা সূক্ষ্ম দিক নিয়ে গেমারদের বিশ্লেষণও দেখা যাচ্ছে অনলাইনে।
জিটিএ ফাইভ প্রকাশের পর কেটে গেছে প্রায় এক যুগ। নতুন সংস্করণের জন্য ভক্তরা ১০ বছরের বেশি সময় ধরে অপেক্ষা করছেন। বিশ্লেষকদের ধারণা, প্রকাশের পর পরই এটি বড় সাফল্য অর্জন করবে।