চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) স্ন্যাপ ইনকরপোরেটেডের বিশ্বজুড়ে মাসিক সক্রিয় ব্যবহারকারী ছাড়িয়েছে ৯০০ মিলিয়ন বা ৯০ কোটি। স্ন্যাপচ্যাটের প্যারেন্ট কোম্পানিটি এখন ১ বিলিয়ন বা ১০০ কোটি ব্যবহারকারী অর্জনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। স্ন্যাপের সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। খবর দ্য ন্যাশনাল।
প্রতিবেদনে বলা হয়, বছরের প্রথম তিন মাসে ব্যবহারকারীর পাশাপাশি আয়, বিজ্ঞাপন ও প্রযুক্তিগত উদ্ভাবনের দিকেও বড় অগ্রগতি দেখেছে স্ন্যাপ।
কোম্পানির তথ্যানুযায়ী, স্ন্যাপের মূল পরিষেবা স্ন্যাপচ্যাটের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ কোটি, যা গত বছরের তুলনায় প্রায় ৪ কোটি বেশি। মূলত তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয়তা পাওয়া সোশ্যাল মিডিয়া অ্যাপটিতে ছবি ও ভিডিও শেয়ার ছাড়াও রয়েছে এআর ফিল্টার, স্টোরিজ, স্পটলাইট ও মেসেজিংয়ের মতো নানা ফিচার। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এসব ফিচারে নিয়মিত নতুনত্ব আনা হচ্ছে, যা ব্যবহারকারীদের ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।
স্ন্যাপচ্যাট ছাড়া স্পেক্টাকলস, স্ন্যাপ, বিটমজি নামে কয়েকটি পরিষেবা ও পণ্য নিয়ে কাজ করে স্ন্যাপ।
প্রতিবেদন অনুযায়ী, বিজ্ঞাপন থেকেও সংস্থাটির আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এছাড়া বিজ্ঞাপনদাতার সংখ্যা আগের বছরের তুলনায় এবার ৬০ শতাংশ বেশি।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইভান স্পিগেল জানিয়েছেন, ২০২৫ সালের প্রথম তিন মাসে কোম্পানি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করতে সক্ষম হয়েছে। ব্যবহারকারীর দৈনিক ব্যবহারের সময়েও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। বিশেষ করে ভিডিও কনটেন্টে আগের তুলনায় ব্যবহারকারীরা বেশি সময় ব্যয় করছে। যেমন উত্তর আমেরিকায় স্ন্যাপ স্টারদের পোস্টের পরিমাণ ১২৫ শতাংশ বেড়েছে।
বর্তমানে সংস্থাটিতে নতুন কিছু বিজ্ঞাপন পদ্ধতি পরীক্ষাধীন। একই সঙ্গে প্রতিষ্ঠানটি একটি পরবর্তী প্রজন্মের এআর অপারেটিং সিস্টেম তৈরির কাজ করছে বলে জানা গেছে।