প্রযুক্তি জগতে আলোচিত অ্যাপলের নতুন বাজেট স্মার্টফোন আইফোন এসই ৪ আগামী সপ্তাহে উন্মোচন হতে যাচ্ছে। নতুন এই মডেলটি আইফোন ১৪-এর ডিজাইন অনুসরণ করে তৈরি করা হয়েছে এবং এতে রয়েছে উন্নত ফিচার ও পারফরম্যান্স।
ডিজাইন ও ডিসপ্লে
আইফোন এসই ৪ মডেলে থাকছে ৬.১ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে। যা পূর্ববর্তী এলসিডি ডিসপ্লের তুলনায় অনেক উন্নতমানের। ডিজাইনে থাকবে আইফোন ১৪ -এর মতো নচ, যা টাচ আইডির পরিবর্তে ফেস আইডি ফিচার সমর্থন করবে। এছাড়া, এতে অ্যাকশন বাটন ও ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে, যা ইউরোপীয় ইউনিয়নের নতুন চার্জিং স্ট্যান্ডার্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
পারফরম্যান্স ও ক্যামেরা
আইফোন এসই ৪ মডেলে থাকবে অ্যাপলের সর্বশেষ এ১৮ চিপসেট ও ৮ জিবি র্যাম। যা উন্নত পারফরম্যান্স নিশ্চিত করবে। ক্যামেরা হিসেবে থাকবে ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ২৪ মেগা ফ্রন্ট ক্যামেরা, যা উন্নত ছবি তোলার অভিজ্ঞতা প্রদান করবে।
আইফোন এসই ৪ মডেলের দাম
আইফোন এসই ৪ মডেলের দাম হবে ৪৯৯ ডলার। যা পূর্ববর্তী মডেলের তুলনায় কিছুটা বেশি।
আইফোন এসই ৪ অ্যাপলের বাজেট স্মার্টফোন সিরিজে একটি উল্লেখযোগ্য সংযোজন। উন্নত ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স ও আধুনিক ফিচার সমৃদ্ধ এই মডেলটি ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় হতে পারে।