মেটা মালিকানাধীন থ্রেডস অ্যাপটি শুরুতে ইনস্টাগ্রামের ভেতর একটি ফিচার হিসেবে আনার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন প্লাটফর্মটির প্রধান অ্যাডাম মোসেরি। মেটার অ্যান্টিট্রাস্ট মামলায় সাক্ষ্য দিতে গিয়ে গত সপ্তাহান্তে তিনি এ কথা বলেন।
ইনস্টাগ্রামের প্রধান বলেন, ‘টুইটারের মতো ছোট লেখা পোস্ট করার প্রতিযোগী হিসেবে থ্রেডস তৈরি করা হয়। কিন্তু পরে এটি আলাদা অ্যাপ হিসেবে চালুর কঠিন সিদ্ধান্ত নেয়া হয়। কারণ থ্রেডসকে আলাদা অ্যাপ হিসেবে চালু করলে এটি আরো স্বাধীনভাবে বিকাশের সুযোগ পাবে বলে মনে করা হয়।’
মোসেরির মতে, ইনস্টাগ্রামের মাধ্যমে টেক্সট পোস্ট চালু করলে ব্যবহারকারীদের জন্য তা বিভ্রান্তিকর হতে পারত, কারণ টুইটারের মতো প্লাটফর্মে মূল পোস্ট ও রিপ্লাই সমান গুরুত্ব পায়। তুলনামূলকভাবে ইনস্টাগ্রাম, ইউটিউব বা টিকটকে মূল পোস্টের তুলনায় রিপ্লাই গৌণ থাকে।
তবে থ্রেডস এখনো ইনস্টাগ্রামের ওপর নির্ভরশীল। অ্যাপটি ব্যবহার করতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাধ্যতামূলক এবং দুই প্লাটফর্মের প্রোফাইলও সংযুক্ত। এমনকি ইনস্টাগ্রাম ফিডে থ্রেডসের পোস্টও দেখানো হয়, যেগুলো ব্যবহারকারীকে থ্রেডসে গিয়ে পড়তে উৎসাহিত করে।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে একচেটিয়া প্রভাব খাটানোর অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা করেছে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। মেটার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলার শুনানি শুরু হয় এপ্রিলের শুরুতে। মামলাটির প্রস্তুতি চলছে দুই বছরের বেশি সময় ধরে।
তবে মোসেরি গত সপ্তাহে থ্রেডসের উদাহরণ দিয়ে আদালতে জানান, কোম্পানিটি একচেটিয়া প্রতিষ্ঠানে পরিণত হয়নি। কারণ তারা এখনো সোশ্যাল মিডিয়ার বাজারে প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে।