বাজারে এসেছে দক্ষিণ কোরিয়ার স্যামসাংয়ের বহুল প্রত্যাশিত স্মার্টফোন গ্যালাক্সি এস২৫ আল্ট্রা। একই সঙ্গে আত্মপ্রকাশের জন্য প্রস্তুত নতুন সুপার থিন গ্যালাক্সি এস ২৫ এজ।
চলতি বছরের শেষের দিকে তা বাজারে আসতে পারে, এমনটাই জানানো হয়েছিল। কিন্তু সেই ঘোষণার অনেক আগেই ফোনটি বাজারে এলো।
স্যামসাংয়ের বর্তমান এস ২৫ লাইনআপের তুলনায় এই ফোনটি আরও পাতলা। আর সবথেকে বড় কথা হল, এটি গ্যালাক্সি এস২৫ আল্ট্রার মতো অতটাও দামি হবে না। কিন্তু এস২৫ লাইন-আপের বাকি ফোনগুলোর মতো সকল ফিচারই থাকবে এতেও।
স্যামসাং জানিয়েছে, এজ এস২৫ যেন তাদের এক ইঞ্জিনিয়ারিং চমক। চমকপ্রদ ডিজাইনের পাশাপাশি ফ্ল্যাগশিপ ফিচার আনার জন্য যথাসম্ভব চেষ্টা করে গিয়েছে এই ব্র্যান্ড। ফিচার ছাড়াও ক্যামেরার উপর মনোনিবেশ করেছে স্যামসাং। যার ফলে এই ফোনে থাকতে চলেছে ২০০ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।
এই ফোন পাওয়া যাবে টাইটিনিয়াম জেট ব্ল্যাক, টাইটিনিয়াম আইসি ব্লু এবং টাইটিনিয়াম সিলভার রঙে। সঙ্গে থাকবে সেন্টার্ড ক্যামেরা হোল আপ টপ। ফোনের বিজেলস থাকবে ইউনিফর্ম।