শ্রীলঙ্কায় পণ্য বিক্রি শুরু করবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ব্যবসা শুরু করার লক্ষ্যে ওয়ালটন শ্রীলঙ্কার সংশ্লিষ্ট আইনের আওতায় গঠিত সীমিত দায় সম্পন্ন একটি বেসরকারি কোম্পানি মনিক ট্রেডিং (প্রাইভেট) লিমিটেড-এর সঙ্গে একটি ‘গ্লোবাল ডিস্ট্রিবিউশন অ্যাগ্রিমেন্ট’ [বিশ্বব্যাপী বিতরণ চুক্তি] স্বাক্ষর করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে দাখিল করা কোম্পানির প্রকাশিত তথ্যে এমনটাই জানানো হয়েছে।
এই বিশ্বব্যাপী বিতরণ চুক্তির আওতায়, শ্রীলঙ্কার ভূখণ্ডে ওয়ালটনের পণ্য বিক্রি, বিতরণ ও বিপণনের জন্য মনিক ট্রেডিংকে নির্ধারিত শর্তে ১০ বছরের জন্য অনুমোদিত পরিবেশক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।