দীর্ঘ প্রায় এক দশক পর বহুল পরিচিত চার রঙের ‘জি’ লোগোতে পরিবর্তন এনেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। স্মার্টফোন, ট্যাবলেট ও অন্যান্য ডিভাইসে ধাপে ধাপে এই হালনাগাদ পৌঁছে যাবে কোটি কোটি ব্যবহারকারীর হাতে।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই ব্যবহারকারীরা দেখতে পাবেন গুগলের নতুন আইকন। রোববার (১১ মে) প্রথম এই লোগোটি দেখা যায় আইফোনের গুগল সার্চ অ্যাপে। এরপর সোমবার অ্যান্ড্রয়েডের গুগল অ্যাপের সর্বশেষ বিটা সংস্করণেও তা উন্মুক্ত করা হয়।
নতুন ডিজাইনে গুগলের ইংরেজি অক্ষর ‘G’ অর্থাৎ ‘জি’-তে আরও বেশি নিখুঁতভাবে একীভূত হয়েছে প্রতিষ্ঠানটির চার ঐতিহ্যবাহী রং—লাল, হলুদ, সবুজ ও নীল। এই লোগো কেবল অ্যাপে নয়, গুগল ওয়েব ব্রাউজারের ট্যাবেও নতুন ফ্যাভিকন হিসেবে দৃশ্যমান হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিশ্বজুড়ে প্রতিদিন গুগল ব্যবহার করেন প্রায় ৫০০ কোটির বেশি মানুষ। ফলে এই পরিবর্তন চোখে পড়বে প্রায় সবারই। গুগল বলছে, ‘নতুন লোগোটি আরও সহজবোধ্য, আধুনিক ও বহু ডিভাইস-বান্ধব ডিজাইনের প্রতিফলন।’
উল্লেখ্য, গুগলের সর্বশেষ বড় লোগো পরিবর্তন এসেছিল ২০১৫ সালের সেপ্টেম্বরে। তখন পুরনো শেরিফ ফন্ট বাদ দিয়ে ‘প্রোডাক্ট স্যান্স’ টাইপফেস ব্যবহার শুরু করে গুগল। একই সঙ্গে ছোট হাতের ‘g’ বদলে আসে বর্তমানের গোলাকৃতি বড় হাতের ‘G’ আইকন।
গুগলের ভাষায়, “ট্যাপ, টাইপ কিংবা ভয়েস—সব ধরনের ইনপুট পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজিটাল অভিজ্ঞতা সহজ করতেই আমাদের এই লোগো রিডিজাইন।”