ভারতে অ্যাপেল (Apple) এর ক্রমবর্ধমান বিনিয়োগ ও উৎপাদন পরিকল্পনা নিয়ে আপত্তি তুলেছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যাপেল সিইও টিম কুককে সরাসরি বলেছেন, ভারতে নয়, iPhone তৈরি হোক আমেরিকাতেই।
ট্রাম্পের বক্তব্য: “টিমের সঙ্গে আমার সামান্য সমস্যা রয়েছে…”
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প মজার ছলেই বলেন— “টিম কুক ভারতে iPhone তৈরি করতে চায়, অথচ আমি তা চাই না। Apple-এর উচিত আমেরিকাতেই তাদের প্রোডাকশন রাখা।”
তিনি আরও জানান, ভারতের পক্ষ থেকে ‘জিরো ট্যারিফ ট্রেড ডিল’ প্রস্তাব এলেও, মার্কিন প্রশাসন ভারতের সঙ্গে বাণিজ্য করতে স্বাচ্ছন্দ্যবোধ করছে না।
ভারতে অ্যাপেলের বড়সড় পরিকল্পনা
অ্যাপেল গত কয়েক বছর ধরে চীনের ওপর নির্ভরতা কমিয়ে ভারতকে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তর করছে। এর মূল কারণ—
-
কোভিড-১৯ সময় চীনে উৎপাদন বাধাগ্রস্ত হওয়া
-
যুক্তরাষ্ট্র-চীন ট্যারিফ যুদ্ধ
-
দক্ষিণ এশিয়ায় নতুন উৎপাদন ঘাঁটি তৈরি করা
লক্ষ্য: ২০২৬ সালের মধ্যে বছরে ৬ কোটি iPhone
বর্তমানে বিশ্বের বাজারে বিক্রি হওয়া iPhone-এর মধ্যে ২৮% চীনে তৈরি হয়। তবে ভারত থেকে রপ্তানি করা iPhone-এর পরিমাণ দ্রুত বাড়ছে।
রাজনৈতিক চাপে বিপন্ন হতে পারে অ্যাপেলের ‘ভারত স্ট্র্যাটেজি’
ট্রাম্পের বক্তব্য এমন এক সময়ে এলো, যখন অ্যাপেল ভারতে বিপুল বিনিয়োগ করে একাধিক অ্যাসেম্বলি ইউনিট চালু করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক চাপ বাড়লে—
-
ভারতে অ্যাপেলের প্রোডাকশন কমে যেতে পারে
-
iPhone-এর দাম বিশ্ববাজারে বেড়ে যেতে পারে
-
ভারতীয় ম্যানুফ্যাকচারিং সেক্টরে নেতিবাচক প্রভাব পড়তে পারে
ট্রাম্প বলেন, “ভারতে কিছু বেচা সহজ নয়। তাদের বাজারে প্রবেশ করা কঠিন।”
অ্যাপেলের প্রতিক্রিয়া
এই ইস্যুতে এখনো অ্যাপেলের পক্ষ থেকে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। তবে পিটিআই জানিয়েছে—
-
ট্রাম্পের মন্তব্যের পর ভারত সরকারের প্রতিনিধিরা অ্যাপেলের সঙ্গে যোগাযোগ করেছেন
-
অ্যাপেল ভারত সরকারকে আশ্বস্ত করেছে যে, ভারতে তাদের বিনিয়োগ পরিকল্পনায় কোনও পরিবর্তন হচ্ছে না
-
ভারত থাকবে অ্যাপেলের গ্লোবাল সাপ্লাই চেইনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই
বিশেষ বিশ্লেষণ: ট্রাম্পের এই অবস্থান কি নির্বাচনী কৌশল?
বিশ্লেষকদের মতে, আগামী প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের এই বক্তব্য মূলত “আমেরিকা ফার্স্ট” নীতির অংশ। এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের ভেতরে উৎপাদন বৃদ্ধির বার্তা দিতে চাচ্ছেন।