অ্যাপলের সাবেক ডিজাইন প্রধান জনি আইভ যোগ দিচ্ছেন ওপেনএআইতে। একই সঙ্গে তার প্রযুক্তিপ্রতিষ্ঠান ‘আইও’ একীভূত হচ্ছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠানটির সঙ্গে।
গত সপ্তাহে ওপেনএআই বিষয়টি নিশ্চিত করেছে। আইভের ডিজাইন ফার্ম ‘লাভফ্রম’ ওপেনএআই ও আইওর ডিজাইনের দায়িত্ব নেবে। তাদের প্রথম প্রজেক্ট আগামী বছর প্রকাশের পরিকল্পনা রয়েছে।
এ অংশীদারত্ব এমন এক সময়ে এসেছে, যখন প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো স্মার্ট গ্লাসসহ নতুন ধরনের হ্যান্ডহেল্ড ডিভাইসের মতো এআই চালিত পণ্য নিয়ে প্রতিযোগিতা করছে।