২০২৩ সালে বেশ বড় অংকের লোকসানের মুখে পড়ে আলোচিত মেসেজিং প্লাটফর্ম টেলিগ্রাম। ওই বছর কোম্পানিটির আয় ছাড়ায় ৩৪ কোটি ডলার। তবে এক বছরের ব্যবধানে ২০২৪ সালে টেলিগ্রামের আয় প্রায় চারগুণ বেড়ে দাঁড়িয়েছে ১৪০ কোটি ডলারে। একই সঙ্গে কোম্পানিটি গত বছর মুনাফা অর্জন করেছে ৫৪ কোটি ডলার। সম্প্রতি বিনিয়োগকারীদের এসব তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক কোম্পানিটি।
আর্থিক এ অগ্রগতি এমন সময় এসেছে, যখন প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে ফ্রান্সে আইনি প্রক্রিয়া চলমান।
কোম্পানিসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, টেলিগ্রামের সাম্প্রতিক সাফল্যের পেছনে রয়েছে পেইড ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি ও প্রতিষ্ঠিত ক্রিপ্টোকারেন্সিসংক্রান্ত অংশীদারত্ব থেকে অর্জিত আয়। তারা বলছে, গত বছর আগস্টে প্রতিষ্ঠাতা ফরাসি কর্তৃপক্ষের হাতে আটক হওয়ার পর প্লাটফর্মটির ভবিষ্যৎ নিয়ে সন্দেহ তৈরি হয়। তবে সে পরিস্থিতির মধ্যেও টেলিগ্রাম উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখেছে।
টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ রাশিয়ায় জন্মগ্রহণ করলেও বর্তমানে তিনি ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতের নাগরিক। টেলিগ্রাম প্লাটফর্ম শিশু নির্যাতন ও সন্ত্রাসবাদের মতো অপরাধ ঠেকাতে ব্যর্থ হওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলছে। দোষী প্রমাণিত হলে দুরভের কারাদণ্ড হতে পারে। এদিকে আয় ও মুনাফার পাশাপাশি টেলিগ্রামের বিশ্বব্যাপী মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে।
এফটির প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক দিনগুলোয় পাভেল দুরভ তার বিরুদ্ধে করা মামলাকে ঘিরে ফরাসি কর্তৃপক্ষের সমালোচনা করেন।
এক পোস্টে গত সপ্তাহে তিনি লেখেন, ‘যদিও গোয়েন্দা সংস্থার দাবি, তারা শিশু নির্যাতন রুখতে আমাকে আটক করেছে, প্রকৃতপক্ষে এখানে মূল অনুঘটক হলো।’
তবে ফরাসি গোয়েন্দা সংস্থা তার অভিযোগ অস্বীকার করেছে।
টেলিগ্রামের তথ্যানুযায়ী, বর্তমানে ৬০ জনের একটি ছোট দল প্রতিষ্ঠানটি পরিচালনা করছে। এছাড়া টেলিগ্রাম নিজে সরাসরি ব্যবহারকারীদের পোস্ট, চ্যাট বা আপলোড করা তথ্য পরীক্ষা-নিরীক্ষা করে না। এ কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়া হয়েছে।
টেলিগ্রামের চিফ ইনভেস্টমেন্ট অফিসার জন হাইম্যান বলছেন, কোম্পানিটি তাদের সব আর্থিক লক্ষ্য পূরণ করেছে। বাজার পরিস্থিতি অনুকূল থাকলে ভবিষ্যতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে টেলিগ্রামের।
বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত করা নথি অনুযায়ী, ২০২৪ সালে টেলিগ্রামের মোট আয়ের অর্ধেকের মতো এসেছে কোম্পানির ‘পার্টনারশিপ ও ইকোসিস্টেম’ থেকে। বাকি অংশে বিজ্ঞাপন থেকে আয় হয়েছে প্রায় ২৫ কোটি এবং প্রিমিয়াম সাবস্ক্রিপশন থেকে ২৯ কোটি ডলার।