সাশ্রয়ী মূল্যে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে এক্সক্লুসিভ অফার নিয়ে এসেছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গ্রাহকদের জন্য ব্র্যান্ড নিউ ওয়ালটন ল্যাপটপ এখন পাওয়া যাচ্ছে হ্রাসকৃত মূল্যে মাত্র ২৫,৫৫০ টাকায় এবং অ্যান্ড্রয়েড ট্যাবলেট মাত্র ৯,৭৫০ টাকায়! সেই সঙ্গে কম্পিউটার এক্সেসরিজের বিস্তৃত পণ্যে থাকছে সর্বোচ্চ ৫০% পর্যন্ত মূল্যছাড়। ল্যাপটপ ও ট্যাব ক্রয়ে উপভোগ করা যাবে সহজ কিস্তি ও ইএমআই সুবিধা।
ওয়ালটন ল্যাপটপে রয়েছে ইন্টেল প্রসেসর, প্রিমিয়াম কোয়ালিটির র্যাম এবং দ্রুতগতির স্টোরেজের দুর্দান্ত সমন্বয়, যা অফিশিয়াল কাজ, ফ্রিল্যান্সিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন কিংবা মাল্টিটাস্কিং সহ যেকোনো হেভি-ডিউটি ব্যবহারে দিচ্ছে মসৃণ এবং নির্ভরযোগ্য পারফরম্যান্স। আকর্ষণীয় ডিজাইন ও স্টাইলিশ ফিনিশিংয়ের এই ল্যাপটপগুলো দেশের শিক্ষার্থী, পেশাজীবী এবং প্রযুক্তিনির্ভর প্রতিটি মানুষের জন্য হতে পারে পারফেক্ট চয়েস।
এছাড়াও হ্রাসকৃত মূল্যে মাত্র ৯,৭৫০ টাকায় পাওয়া যাচ্ছে ওয়ালটনের ওয়ালপ্যাড ট্যাব, যা উন্নতমানের স্পেক ও স্মার্টনেসের অসাধারণ মিশ্রণ। এই আকর্ষণীয় ডিজাইনের ট্যাবটিতে রয়েছে শক্তিশালী প্রসেসর, ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং উন্নত মাল্টিটাস্কিং ফিচার – যা অনলাইন ক্লাস, অফিসিয়াল কাজ, গেমিং এবং মুভি দেখা সহ গ্রাহকদের প্রতিদিনের স্মার্ট টাস্কগুলোকে করে তোলে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময়।
শুধু ল্যাপটপ বা ট্যাবই নয়, এক্সক্লুসিভ অফারে মাউস, কিবোর্ড, এসডি কার্ড, ইয়ারফোন, হেডফোন, ডিজিটাল রাইটিং প্যাড, সিসিটিভি, লিকুইড কুলার, র্যাম, এসএসডি সহ কম্পিউটার এক্সেসরিজে থাকছে সর্বোচ্চ ৫০% পর্যন্ত বিশাল মূল্যছাড়।
ডিসকাউন্টের এই সুবিধা এখন পাওয়া যাচ্ছে দেশের সব ওয়ালটন প্লাজাতে। পাশাপাশি থাকছে ঘরে বসেই অর্ডার করার সুযোগ। গ্রাহকরা ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইটে (https://waltonplaza.com.bd/offers) ভিজিট করে সরাসরি পছন্দের ডিভাইসটি বেছে নিতে পারবেন এবং উপভোগ করতে পারবেন নির্ভরযোগ্য ডেলিভারির সাথে বিশ্বস্ত আফটার-সেলস সার্ভিসের নিশ্চয়তা।