স্মার্টফোন ব্যবহারকারীরা যাতে খুব সহজেই বাগ রিপোর্ট করতে পারেন, সেজন্য নতুন ফিচার নিয়ে এসেছে ফেসবুক। নতুন ফিচারে শুধু স্মার্টফোন ঝাঁকালেই একটি পপ-আপ মেন্যু এসে হাজির হবে, সেখান থেকেই বাগের ব্যাপারে সরাসরি রিপোর্ট করতে পারবেন ব্যবহারকারীরা।
এর পাশাপাশি বর্তমানের হেল্প অ্যান্ড সাপোর্ট মেন্যুর মাধ্যমে বাগ রিপোর্টের প্রক্রিয়াও চলমান থাকবে বলে জানিয়েছে ফেসবুক।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকটাইমসের বরাতে জানা গেছে, স্মার্টফোন ঝাঁকিয়ে বাগ রিপোর্ট করার এই ফিচারটি নতুন নয়, আগেও ছিল। তবে এতদিন এটি ব্যবহারের সুযোগ পেতেন শুধু আইওএস ব্যবহারকারীরা। এখন থেকে অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই প্লাটফর্মের ব্যবহারকারীরাই ডিফল্ট সেটিং হিসেবে এটি ব্যবহার করতে পারবেন। শুরুতে বিশ্বব্যাপী স্বল্পসংখ্যক ব্যবহারকারীর জন্য ফিচারটি দেওয়া হলেও, আগামী দুই সপ্তাহের মধ্যেই সব ফেসবুক ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত করে দেওয়া হবে।
তবে নতুন ফিচারটির সুবিধা পেতে, এটিকে ম্যানুয়ালি অ্যাক্টিভেট করে নিতে হবে নাকি স্বয়ংক্রিয়ভাবেই পাওয়া যাবে, সে বিষয়টি এখনও খোলাসা করেনি ফেসবুক।