যে জিনিস নিজেই ঘরে তৈরি করতে পারবো, তারজন্য এত টাকা কেন খরচ করবো?’ এই ভাবনা থেকে অ্যাপলের এয়ারপডের অনুকরণে নিজের জন্য এয়ারপড তৈরি করে সবাইকে চমকে দিয়েছে ১৫ বছরের এক কিশোর। চ্যানেল আই। টাইমস অব ইন্ডিয়া জানায়, যুক্তরাষ্ট্রে বসবাসকারী এই কিশোর নিজেকে ‘স্যাম ক্যাসবুক’ নামে পরিচয় দিয়েছে। এরপর সে এয়ারপড বানানোর ভিডিও দেখা শুরু করে। সে দেখতে পায় বেশিরভাগ এয়ারপড অ্যাপলের হেডফোন থেকে তার কেটে বানানো। এখান থেকেই সে আগ্রহ পায়’, জানায় স্যাম।
এরপর সে বাজার থেকে তারবিহীন হেডফোন কিনে আনে। এরপর হেডফোনের তার বিচ্ছিন্ন করে। পরে তার পুরনো অ্যাপলের এয়ারবাডের স্পিকারে গরম আঠা দিয়ে নুতন হেডফোনের সার্কিট যুক্ত করে দেয়। এভাবে ব্যাটারিও স্থানান্তর করে সে। স্যাম আরও বলে, আমার এয়ারপড জোড়া দেখতে কিছুটা কুৎসিত হলেও এটি খুব ভালভাবে কাজ করছে। প্রতিবেদনে জানানো হয়, স্যামের এয়ারপডেও বাটন নিয়ন্ত্রিত ভলিউম কমানো-বাড়ানো, গান পরিবর্তন, থামানোর ব্যবস্থা আছে। এর ব্যাটারিও রিচার্জেবল।