অনেক দিন ধরেই পরীক্ষামুলকভাবে ব্যবহার হচ্ছিল গুগল ম্যাপসে স্পিড লিমিট ফিচার। অবশেষে এই ফিচার লঞ্চ করল গুগল। এবার ভারত সহ ৪০ টি দেশের রাস্তায় গাড়ির স্পিড লিমিট অ্যালার্ট দেবে গুগল এর নেভিগেশন সার্ভিস।
সম্প্রতি এনগেজেটে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে এবার গুগল ম্যাপস ব্যবহার করে নেভিগেশানের সময় স্পিড লিমিট দেখতে পাবেন গ্রাহক। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, মেক্সিকো, রাশিয়া, জাপান সহ ৪০ টি দেশের রাস্তায় এই ফিচার কাজ করবে।
এবার থেকে ম্যাপএর ডান দিকে নীচে স্পিড লিমিটের অপশান দেখা যাবে। এছাড়াও স্পিড ট্র্যাপ ম্যাপে দেখতে পাবেন গ্রাহক।
২০১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোর বে এলাকা ও ব্রাজিলের রিও দি জেনিরোতে পরীক্ষামুলকভাবে এই ফিচার শুরু করেছিল গুগল।
অন্য এক জনপ্রিয় নেভিগেশন সার্ভিস ওয়েজ এ প্রথম এই স্পিড লিমিটের ফিচার দেখা গিয়েছিল। এছাড়াও চিনের বাইডু ম্যাপস অ্যাপ এর নেভিগেশানে রয়েছে স্পিড লিমিট ফিচার। এবার জনপ্রিয় নেভিগেশন সার্ভিস গুগল ম্যাপস এর যোগ হল স্পিড লিমিট।
এছাড়াও সম্প্রতি গুগল ম্যাপস এ নতুন রিপোর্ট ফিচার যোগ হয়েছে। এর ফলে রাস্তায় কোন কারনে হঠাৎ ট্রাফিক স্লো হয়ে গেলে তা গুগল ম্যাপস কে জানিয়ে দেওয়া যাবে। আগে দুর্ঘটনা ও ট্রাফিক স্লো ডাউনের খর গুগল ম্যাপস এর মাধ্যমে আপনার কাছে পৌঁছাতে পৌঁছাতে আপনি সেই রাস্তায় পৌঁছে যেতেন। নতুন ফিচারে সেই সমস্যা থেকে মুক্তি মিলবে।
এর সাথেই ‘পপুলার ডিশেশ’ নামে একটি নতুন বিভাগ শুরু হয়েছে গুগল ম্যাপসে। এখানে রিভিউ এর বিচারে সেরা খাবারগুলি দেখানো হচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে মেটেরিয়াল ডিজাইনে থিম কার্ডের মধ্যে এই মেনুগুলি দেখাচ্ছে গুগল ম্যাপস। সেখানে যে কোন খাবারের ছবি ও বিবরন পাওয়া যাবে। তবে এই সব তথ্য গ্রাহকের রিভিউ থেকে নেওয়া হয়েছে। যেহেতু মানুষের কাছ থেকে নেওয়া তথ্য ব্যবহার করে এই পরিষেবা শুরু করেছে তাই এই সব তথ্য এডিট করা যাবে।