মোবাইল চার্জে বসাতে গিয়ে ব্যাটারি ফেটে মৃত্যু হল ১২ বছরের এক বালকের। ভারতের মধ্যপ্রদেশের বদনাওয়ার জেলা থেকে ১৭ কিলোমিটার দূরের একটি গ্রামে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।
বুধবার বাড়িতে একা ছিলো লখন সিঙ্গার। তাঁর দিনমজুর বাবা-মা কাজে গিয়েছিলেন। একটি ইউনিভার্সাল চার্জারে মোবাইল চার্জ করার চেষ্টা করছিলো ছেলেটি। প্লাগটি দিতেই মোবাইলের ব্যাটারি ফেটে যায়। বিস্ফোরণের শব্দ পেয়ে লখনের কাকা মুকেশ সিঙ্গার ছুটে যান। গিয়ে দেখেন, মাটিতে পড়ে রয়েছে লখন। আর তার শরীরের অধিকাংশই পুড়ে গিয়েছে।
মুকেশ জানিয়েছেন, ‘প্রচুর রক্তের উপর পড়ে ছিল ও। ওর বাবাকে খবর দিয়ে হাসপাতালে নিয়ে ছুটলাম।
তবে ডাক্তাররা ওকে মৃত বলে ঘোষণা করেন। ’
শিশুটির দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এএসপি রূপেশ দ্বিবেদী জানিয়েছেন, ‘নাবালকের কাকা ও পরিবারের বয়ান নিয়েছি। এ ধরনের চার্জার সবসময়ই বিপজ্জনক। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, সেখানে চীনের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ’