হুয়াওয়ের উপর নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে অনুরোধ করেছে গুগল । হুয়াওয়েকে নিষিদ্ধ করে তাদের ব্যবসাকে অনেকটা গুটিয়ে নিতে বাধ্য করেছে তাও খুব সঠিক সিদ্ধান্ত হয়নি বলে মনে করছে গুগল।
সম্প্রতি বিষয়গুলো নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করেছে প্রয়ুক্তি জায়েন্ট গুগল।
মার্কিন প্রতিষ্ঠানটি প্রশাসনকে অনুরোধ করেছে, হুয়াওয়েকে যেন নিষিদ্ধের তালিকা রাখা না হয়।
হুয়াওয়ে কে নিষিদ্ধ করে রাখা হলে গুগলের প্রযুক্তি ব্যবসাতেও তার বড় ধরনের ক্ষতি সামনে পারবে। এমনকি সেটিই জাতীয় নিরাপত্তার জন্য হুমকী হতে পারে।
মার্কিন নিষেধাজ্ঞা হুয়াওয়ে সাময়িক ক্ষতির শিকার হলেও প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ মেয়াদে হুয়াওয়ে ও অন্য চীনা প্রতিষ্ঠানগুলো স্বাবলম্বী হবে এবং নিজস্ব সফটওয়্যার তৈরি করবে। এতে মার্কিন কোম্পানি গুগলসহ অন্যান্য প্রতিষ্ঠানের আধিপত্য কমবে। সুত্র: আইএএনএস