স্মার্টফোনের ডিসপ্লে থেকে অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে এসেছে নচ। বিশেষ করে সেলফি ক্যামেরার জায়গা দিতে নচ রাখতেই হচ্ছে। এ ‘বিরক্তিকর’ অংশ বাদ দিতে ডুয়াল স্ক্রিন, মেকানিক্যাল স্লাইডার এবং পপ আপ ক্যামেরা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।
এর মধ্যে ব্যতিক্রম ডিজাইন আনল অপো ও শাওমি। নচবিহীন স্মার্টফোনে ডিসপ্লের নিচে সেলফি ক্যামেরা আনছে এ দুটি চীনা কোম্পানি। সম্প্রতি দুটি কোম্পানিও এমন ফোনের প্রটোটাইপ দেখিয়েছে। খবর গ্যাজেট থ্রিসিক্সটিডিগ্রি।
গতকাল অপোর ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান শেন চীনা সোস্যাল মিডিয়া ওয়েইবোতে নচবিহীন স্মার্টফোনের একটি প্রটোটাইপ দেখান। ডিসপ্লের নিচে সেলফি ক্যামেরা লেন্সও দেখান তিনি। কোম্পানির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টেও একই ভিডিও শেয়ার করা হয়েছে।
এর কিছুক্ষণ পরই শাওমি একই ধরনের স্মার্টফোন প্রটোটাইপ দেখিয়েছে। কোম্পানির প্রেসিডেন্ট লিন বিন ব্যক্তিগত ওয়েইবো ও টুইটার অ্যাকাউন্টে প্রটোটাইপের ভিডিও পোস্ট করেছেন। শাওমি মি৯ মডেলের ফোনটি কবে নাগাদ বাজারে আসবে, সে ব্যাপারে অবশ্য তিনি কিছু জানাননি।
এদিকে দ্য ফোন টকের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ডিসপ্লের মধ্য দিয়ে আলো প্রবেশ করে ক্যামেরা সেন্সরে পড়বে, এমন একটি প্রযুক্তির পেটেন্ট আবেদন করেছে শাওমি। স্যামসাংও নচ বাদ দিয়ে ডিসপ্লেতে লুক্কায়িত ক্যামেরাবিশিষ্ট স্মার্টফোন বানানোর চেষ্টা করছে বলে একাধিক গণমাধ্যমে খবর এসেছে।
প্রায় বেজেল ও নচবিহীন ক্যামেরাবিশিষ্ট স্মার্টফোনের পথিকৃৎ বলা হয় চীনা বিবিকে ইলেকট্রনিকস কোম্পানিকে। ওয়ানপ্লাস, ভিভো ও অপো ব্র্যান্ডের প্যারেন্ট কোম্পানি এটি। গত বছর ভিভো ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এনেছে। বলা হচ্ছে, এটি প্রথম এ ধরনের প্রযুক্তির স্মার্টফোন।