প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস ও সতর্কতা প্রদানে আরো উন্নত ফিচার এনেছে গুগল ম্যাপস। সম্প্রতি একটি ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, এসওএস অ্যালার্ট ফিচার আরো উন্নত করা হয়েছে। এতে প্রাকৃতিক দুর্যোগ পূর্বাভাসের সচিত্র তথ্য যুক্ত করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য দুর্যোগকবলিত এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শও পাওয়া যাবে এ ফিচার থেকে।
প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে গুগল ম্যাপসের এসওএস অ্যালার্ট ফিচারে ঘটমান বিষয়ে সারসংক্ষেপ সংবাদ, কোনো ঘটনা সম্পর্কিত গণমাধ্যম প্রতিবেদন, জরুরি ফোন নাম্বার ও ওয়েবসাইট এবং স্থানীয় কর্তৃপক্ষের দেয়া যেকোনো হালনাগাদ পাওয়া যায়। ম্যাপসের নতুন হালনাগাদ ফিচারে এখন ঘূর্ণিঝড়, ভূমিকম্প ও বন্যার ব্যাপারে বিস্তারিত সচিত্র তথ্য থাকবে।
কোথাও ঘূর্ণিঝড় আঘাত হানার কয়েকদিন আগেই স্থানীয়দের ডিভাইসে একটি ক্রাইসিস নোটিফিকেশন কার্ড স্বয়ংক্রিয়ভাবে পর্দায় ভেসে উঠবে। এ কার্ডে থাকবে ঘূর্ণিঝড় পূর্বাভাসের তথ্য। সেখানে ঝড়ের গতি, বিস্তৃতি ও আঘাত হানার সম্ভাব্য স্থানের তথ্য বিস্তারিত দেয়া থাকবে।
ভূমিকম্প সম্পর্কিত নোটিফিকেশন কার্ডে থাকবে ভূকম্পনের একটি মানচিত্র। অথবা ভূমিকম্পের উত্পত্তিস্থল এবং নির্দিষ্ট এলাকায় ভূকম্পনের মাত্রা কালার কোড দিয়ে চিত্রায়ণ করা থাকবে।
এছাড়া বন্যার নোটিফিকেশন কার্ডে পূর্বাভাসের বিবরণে থাকবে বন্যাকবলিত হওয়ার সম্ভাব্য সময়, বিস্তৃতি এবং স্থানীয়দের মধ্যে এর প্রভাব সম্পর্কিত তথ্য। অবশ্য ফিচারটি আপাতত শুধু ভারতেই পাওয়া যাবে।
এদিকে গ্রীষ্মে গুগল ম্যাপসের দুর্যোগ-বিষয়ক ফিচার আরো উন্নত করা হবে বলে জানা গেছে। কারো যাত্রাপথ প্রাকৃতিক দুর্যোগের কারণে কতটা প্রভাবিত হতে পারে, সে ব্যাপারে তথ্য দেয়া হবে। পাশাপাশি দুর্যোগকবলিত পথ এড়িয়ে আর কোন কোন বিকল্প নিরাপদ পথ রয়েছে, সে ব্যাপারেও পরামর্শ দেয়ার চেষ্টা করবে এ ফিচার।