শিগগিরই ফায়ারফক্স ওয়েব ব্রাউজারের প্রিমিয়াম ভার্সন চালু করতে যাচ্ছে মজিলা করপোরেশন। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সম্প্রতি এমন ইঙ্গিতই দিয়েছেন। মূলত কোম্পানির আয়ের উৎস বাড়ানোর লক্ষ্যেই এমন সিদ্ধান্ত বলে জানা গেছে।।
মজিলার সিইও ক্রিস বার্ড জানিয়েছেন, ফায়ারফক্সের প্রিমিয়াম ভার্সনে ব্যবহারকারী বিদ্যমান সুবিধার চেয়ে কিছু বেশি সুবিধা পাবেন।
সম্প্রতি জার্মান পত্রিকা টিথ্রিএনকে দেয়া এক সাক্ষাত্কারে বার্ড বলেন, ভিপিএন ও ক্লাউড স্টোরেজের মতো কিছু অতিরিক্ত সেবা দেয়া হবে। এর জন্য মাসিক চার্জ দিতে হবে।
উল্লেখ্য, মজিলা ফায়ারফক্সে মাসিক ১০ ডলারে ভিপিএন সেবা এখনো পাওয়া যায়। প্রোটনভিপিএনের সঙ্গে অংশীদারিত্ব চুক্তির পর থেকে এ সেবা দিয়ে যাচ্ছে মজিলা।