অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করছেন।
এটি দেশের ৪৮তম, আওয়ামী লীগ সরকারের ২০তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের প্রথম বাজেট।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত এ বাজেটের সব নথিপত্র সরকারি বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যাবে।
অর্থমন্ত্রীর দেওয়া এ বাজেটের শিরোনাম ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ওয়েবসাইটে (www.mof.gov.bd) বাজেটের নথিটি পাওয়া যাবে।
এ ছাড়া www. bangladesh.gov.bd, www.bdpressinform.org, www.nbr-bd.org, www.plancomm.gov.bd, www.imed.gov.bd ও www.pmo.gov.bd ওয়েবসাইটেও বাজেটের নথিপত্র পাওয়া যাবে।
[pdf-embedder url=”https://techzoom.tv/wp-content/uploads/2019/06/Budget-2019-2020.pdf” title=”Budget 2019-2020″]