মোবাইল ফোন অপারেটরগুলোর নূন্যতম কর বাড়িয়ে ২ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এটি আগে পৌনে এক শতাংশ ছিল। যদিও এবারের বাজেটে এই সর্বনিম্ন কর ব্যবস্থার প্রত্যাহার চেয়েছিল মোবাইল ফোন অপারেটরগুলোর সংগঠর অ্যামটব।
বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী এই ঘোষণা দেন।
সাধারণত কোনো কোম্পানির মুনাফার ওপরে এই কর্পোরেট কর দিতে হয়। দেশে খাতভিত্তি অনেকগুলো কর্পোরেট কর রয়েছে। সেখানে মোবাইল অপারেটরগুলোর ক্ষেত্রে পাবলিকলি ট্রেড কোম্পানি হলে ৪০ এবং নন পাবলিকলি হলে ৪৫ শতাংশ কর দিতে হয়।
তবে বাংলাদেশে মোবাইল অপারেটরগুলোর ক্ষেত্রে কোনো কোম্পানি মুনাফা না করলেও মোট আয়ের উপর বা বিভিন্ন উৎসে জমাকৃত অগ্রিম আয়করে সর্বনিম্ন একটি কর ব্যবস্থা রয়েছে। সেটি আগে ছিল পৌনে এক শতাংশ। নতুন অর্থবছরে তা ২ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। উল্লেখ্য, মোবাইল কোম্পানি লসের মধ্যে থাকলেও এই হারে কর দিতে হবে।