ইন্টারনেটের প্রতি নির্ভরতা মানুষের দিন দিন বাড়ছে। দৈনন্দিন জীবনযাপনে জড়িয়ে রয়েছে নেটদুনিয়া। কিন্তু জানেন কি, প্রতি এক মিনিটে এই ইন্টারনেটজুড়ে কত বার্তা আদান-প্রদান হয়ে চলেছে প্রতিদিন? সংখ্যার হিসাব দেখলে চোখ কপালে উঠবে। জেনে নিন বিস্ময়কর সেই তথ্যগুলো।
গুগল অনুসন্ধান
বৈশ্বিক অনুসন্ধান খাতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে প্রযুক্তি জায়ান্ট গুগল। এর বাইরেও বেশকিছু প্রতিষ্ঠান একই ধরনের সেবা দিচ্ছে। ইন্টারনেট ব্যবহার করে শুধু গুগলেই প্রতি মিনিটে ৩৮ লাখের বেশি বিষয়ে অনুসন্ধান চালানো হয়।
ফেসবুক লগইন
ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এরই মধ্যে সাইটটির মাসিক সক্রিয় ব্যবহারকারী ২৩০ কোটি ছাড়িয়েছে। এখন ফেসবুকে মিনিটে এক লাখের বেশি মানুষ লগইন করছেন।
টেক্সট মেসেজ
ইন্টারনেটভিত্তিক মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো ও মেসেঞ্জারের ব্যবহারকারী ক্রমেই বাড়ছে। এ ধরনের ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপগুলো এখন টেলিযোগাযোগ কোম্পানিগুলোর রাজস্ব আয়ের বাধা হয়ে উঠেছে। ইন্টারনেটভিত্তিক বিভিন্ন মেসেজিং সেবার মাধ্যমে মিনিটে ১ কোটি ৮১ লাখ টেক্সট মেসেজ পাঠানো হয়।
অ্যাপ ডাউনলোড
বিভিন্ন স্মার্ট ডিভাইসের প্রাণ বলা হয় অ্যাপকে। বিশেষ করে, মোবাইল ডিভাইসের অ্যাপের জন্য বিশ্বস্ত দুটি মাধ্যম হলো অ্যাপল অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোর। উভয় প্লাটফর্ম থেকে প্রতি মিনিটে ৩ লাখ ৯০ হাজার ৩০টি অ্যাপ ডাউনলোড হচ্ছে।
ইউটিউব ভিডিও
গুগল নিয়ন্ত্রিত ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব। এটি অনলাইনে ভিডিও দেখার গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। বিশ্বব্যাপী পছন্দের ভিডিও কনটেন্ট পেতে অসংখ্য মানুষ নিয়মিত ইউটিউব ব্যবহার করছেন। ইউটিউবে প্রতি মিনিটে ৪ কোটি ৫০ লাখ ভিডিও দেখা হয়।
ইনস্টাগ্রাম পোস্ট
ছবি ও ভিডিও শেয়ারিং সোস্যাল নেটওয়ার্কিং সেবা ইনস্টাগ্রাম। এ সেবা তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। এতে ছবি ও ভিডিও শেয়ারিংয়ের পাশাপাশি চ্যাটিং সুবিধাও রয়েছে। ইনস্টাগ্রামে প্রতি মিনিটে ৩ লাখ ৪৭ হাজার ২২২টি পোস্ট করা হয়।
টুইট
অভিজাত শ্রেণীর কাছে টুইটারের গ্রহণযোগ্যতা বাড়ছে। ফেসবুক ঘিরে নানা বিতর্ক বাড়তে থাকায় মানুষ এখন টুইটারের ওপর নির্ভরশীল হয়ে উঠছে। টুইটারের প্লাটফর্ম ব্যবহার করে প্রতি মিনিটে ৮৭ হাজার ৫০০ টুইট করা হচ্ছে। টুইটারের ব্যবহারকারীর তালিকায় সাধারণ মানুষের পাশাপাশি অসংখ্য বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব, সেলিব্রিটি, পেশাজীবী ও ক্রিড়াবিদ রয়েছেন।
টুইচ
লাইভ স্ট্রিমিং ভিডিও প্লাটফর্ম টুইচ। ইন্টারনেটের বিস্তারের ফলে তরুণ প্রজন্মের কাছে সেবাটি দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে। ২০১১ সালে চালু হওয়া এ প্লাটফর্মে এখন প্রতি মিনিটে ১০ লাখ ভিডিও দেখা হচ্ছে। টুইচের গেমিং স্ট্রিমিং সেবাও রয়েছে।
টিন্ডার
অবস্থানভিত্তিক সোস্যাল সার্চ মোবাইল অ্যাপ টিন্ডার, যা মূলত ডেটিং সাইট হিসেবে সর্বাধিক ব্যবহূত হয়। এখানে একজন ব্যবহারকারী অন্যকে লাইক কিংবা ডিজলাইক করতে পারেন এবং উভয় পক্ষ পরস্পরকে লাইক করলে পরস্পরের সঙ্গে চ্যাট করতে পারেন। সোয়াইপ, ম্যাচ ও চ্যাট এ তিন শব্দকে মূলমন্ত্র ধরে টিন্ডারের কার্যক্রম। অ্যাপটি ব্যবহার করে প্রতি মিনিটে ১৪ লাখ সোয়াইপ করা হয়।
অ্যামাজন ইকো
বৈশ্বিক স্মার্ট স্পিকারের বাজারে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে অ্যামাজন ইকো। এর বেশ কয়েকটি প্রতিদ্বন্দ্বী ডিভাইস বাজারে এসেছে। তবে জনপ্রিয়তায় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে অ্যামাজন ইকো। এরই মধ্যে তৃতীয় প্রজন্মের ইকো স্মার্ট স্পিকার বাজারে ছেড়েছে অ্যামাজন। এখন স্মার্ট স্পিকারের অনলাইন ক্রেতাদের মধ্যে প্রতি মিনিটে ১৮০টি ইকো ডিভাইস সরবরাহ করা হচ্ছে।
ই-মেইল
ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে মেসেজিং কিংবা ফাইল আদান-প্রদানের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ই-মেইল। ইন্টারনেট সংযুক্ত ডিভাইসের মাধ্যমে এখন মানুষ দৈনন্দিনের অফিসসংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করতে পারছে। অবাক করার মতো হলেও সত্যি, প্রতি মিনিটে বিশ্বব্যাপী ১৮ কোটি ৮০ লাখ ই-মেইল পাঠানো হচ্ছে।
জিআইএফ
শর্ট লুপিং ভিডিও হলো জিআইএফ। জিআইএফ অনলাইনে যোগাযোগের সময় ভিন্ন মাত্রা যোগ করে। মূলত চ্যাটিংয়ের সময় মজা করার জন্য এ ধরনের শর্ট ভিডিও ব্যবহার করা হয়। মেসেঞ্জারের মতো চ্যাটিং সেবায় বার্তার সঙ্গে সংশ্লিষ্ট সংক্ষিপ্ত ভিডিও হিসেবে জিআইএফ পাঠানো যায়। এখন অনলাইন চ্যাটিংয়ের সময় প্রতি মিনিটে ৪৮ লাখ জিআইএফ ভিডিও পাঠানো হচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া