টিকটকে ভিডিও অ্যাপ থেকে দূরে থাকতে বলায় বিষ খেয়ে আত্মহত্যা করলেন স্ত্রী। মৃত্যুর সময় আত্মহত্যার সেই ভিডিও টিকটকে আপলোড করে স্বামীকে পাঠালেন স্ত্রী।
ওই মহিলার নাম অনিতা। তামিলনাড়ুতে দুই সন্তানের সঙ্গে থাকেন তিনি। স্বামী কর্মসূত্রে সিঙ্গাপুরে থাকেন।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, অনিতার টিকটিক ভিডিও অ্যাপের প্রতি আসক্তি ছিল। রোজ একাধিক ভিডিও বানাতেন তিনি টিকটকে। সম্প্রতি এই নিয়েই তাঁর স্বামীর সঙ্গে অভিমান হয় ওই মহিলার। স্ত্রীকে টিকটকের নেশা ছাড়তে বলেন স্বামী। এর পরই এমন সিদ্ধান্ত নেন অনিতা। বিষ খেয়ে আত্মহত্যা করেন তিনি।
টিকটকের প্রতি অনিতার আসক্তি এতটাই ছিল যে, বিষ খেয়ে সুইসাইডের ভিডিও তিনি বানান। তারপর সেটা স্বামীর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন।
এই ভিডিওকে ঘিরে টিকটক অ্যাপ নিয়ে তুমুল সমালোচনা হয়েছে। এর আগেও টিকটক ভিডিও মৃত্যুর কারণ হয়েছে। গত এপ্রিলেই টিকটক ভিডিও বানাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ১৯ বছরের এক যুবকের।
চীনের কোম্পানি ড্যান্সবাইটের অ্যাপ টিকটক ভারতে তুমুল জনপ্রিয়। দেশটিতে প্রতিমাসে সক্রিয় টিকটক ব্যবহারকারীর সংখ্যা ১২০ মিলিয়ন (১২ কোটি)।