আর কোন ট্যাবলেট তৈরী করবে না গুগল। পরিবর্তে ক্রোম ওএস ল্যাপটপ তৈরীতে মন দেবে কোম্পানি। সম্প্রতি এই কথা জানিয়েছেন কোম্পানির হার্ডওয়্যার দলের প্রধান রিক অস্টারলো। সম্প্রতি একাধিক রিপোর্তে এই খবর জানা গিয়েছিল। এর পরেই টেক দুনিয়ায় জনপনা তুঙ্গে ওঠে। গুগল জানিয়েছে ট্যাবলেট তৈরীর পরিবর্তে ক্রোম ওএস ল্যাপটপ তৈরী করবে কোম্পানি। ২০১৮ সালে উন্মোচন হয়েছিল পিক্সেল স্লেট। এটাই কোম্পানির শেষ ট্যাবলেট হতে চলেছে।
বৃহস্পতিবার প্রথম গুগল এর ট্যাবলেট বিক্রি বন্ধের সিদ্ধান্তের খবর সামনে এসেছিল। রিপোর্টে জানানো হয়েছিল ট্যাবলেটের পরিবর্তে এবার থেকে ল্যাপটপ তৈরী করবে গুগল।
ইতিমধ্যেই একাধিক ট্যাবলেট তৈরী করলেও কখনই গ্রাহকের মন জিততে পারেনি মার্কিন কোম্পানিটি। ২০১২ সালে নেক্সাস ৭ এর হার ধরে ভারতে ট্যাবলেট বিক্রি শুরু করেছিল গুগল। অ্যাপল ছাড়া ট্যাবলেট তৈরী করে অন্য কোন কোম্পানি বিশেষ লাভ করতে পারেনি।
কোম্পানির পিক্সেল সিরিজের স্মার্টফোন জনপ্রিয় হলেও পিক্সেল ট্যাবলেট জনপ্রিয়তা পায়নি। এই মুহুর্তে গুগল এর লেটেস্ট ট্যাবলেট পিক্সেল স্লেট এ ক্রোম ওএস অপারেটিং সিস্টেম চলে।