মার্কিন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে গুগলের অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমে প্রবেশাধিকার হারানোর পর নিজস্ব অপারেটিং সিস্টেম আনার ঘোষণা দিয়েছিল হুয়াওয়ে। হংমেং নামে তৈরি নিজস্ব অপারেটিং সিস্টেমের একটি গ্লোবাল নাম (আর্ক ওএস) দেয়ার ঘোষণাও এসেছে। এবার এই ওএস জটিলতার মধ্যে রুশ অনুপ্রবেশের খবর পাওয়া গেছে।
রুশ বার্তা সংস্থা রিয়া গতকাল জানিয়েছে, রাশিয়ার নিজস্ব তৈরি অরোরা ওএস ব্যবহারের বিষয়ে রুশ যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছে হুয়াওয়ে। রাশিয়ার ফাইভজি নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের পর এ খবর পাওয়া গেল। খবর অ্যান্ড্রয়েড অথরিটি।
রাশিয়ার অরোরা অপারেটিং সিস্টেমটিও অ্যান্ড্রয়েডের মতো লিনাক্সভিত্তিক এবং ওপেন সোর্স। এ অপারেটিং সিস্টেমের আগের নাম সেইলফিশ ওএস। ২০১৬ সালে রুশ যোগাযোগ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ফিনল্যান্ডভিত্তিক সেইলফিশ ওএসকে পৃষ্ঠপোষকতা দেয়ার ঘোষণা দেয়। এটির ওপর ভিত্তি করেই নিজেদের জন্য অরোরা নামে মোবাইল অপারেটিং সিস্টেম তৈরি করেছে রাশিয়া।
এদিকে অ্যান্ড্রয়েড অথরিটি দাবি করছে, স্মার্টফোনে অরোরা ওএস ব্যবহারের বিষয়ে চলতি মাসের শুরু থেকেই রাশিয়ার সঙ্গে কথা বলছে হুয়াওয়ে। বিষয়টি জানার পর তারা খোঁজখবর নিয়ে দেখেছে, নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরির দাবি করলেও প্রকৃতপক্ষে গুগলের অ্যান্ড্রয়েড ওএসের বিপরীতে হুয়াওয়ের তেমন কোনো প্রস্তুতিই নেই।
জানা গেছে, হুয়াওয়ে এখন রাশিয়ার মোবাইল অপারেটর রসটেলিকমের পাশাপাশি রুশ টেলিকম ব্যবসায়ী গ্রিগরি বেরেজকিনের সঙ্গে কথা বলছে। চীনা জায়ান্টটি মূলত অরোরা ওএসের ব্যাপারেই তাদের সঙ্গে কাজ করছে বলে ধারণা করা হচ্ছে।
অনুমান করা যায়, হুয়াওয়ের কিছু মডেলের ডিভাইসে অরোরা অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকতে পারে। অর্থাৎ হুয়াওয়ের পরবর্তী বহু ডিভাইস অ্যান্ড্রয়েড তো নয়-ই, এমনকি আর্ক ওসের বদলে অরোরা ওএসচালিত হতে পারে।