২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিক্রি হওয়া বেশকিছু ম্যাকবুক প্রো ল্যাপটপ ফেরত নেয়ার ঘোষণা দিয়েছে অ্যাপল। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানায়, ডিভাইসগুলোর ব্যাটারি মাত্রাতিরিক্ত উত্তপ্ত হয়ে অগ্নিকাণ্ডের ঝুঁকি সৃষ্টি হয়েছে। খবর ব্লুমবার্গ।
বিবৃতিতে প্রযুক্তি জায়ান্টটির পক্ষ থেকে উল্লিখিত সময়ের মধ্যে কেনা ম্যাকবুক প্রো ল্যাপটপ ব্যবহার না করার পরামর্শ দেয়া হয়েছে। বেশ পুরনো ম্যাকবুক প্রো ল্যাপটপের ১৫ ইঞ্চি ডিসপ্লে সংস্করণে ব্যাটারি ত্রুটি দেখা যাওয়ার কথা বলা হয়েছে। ত্রুটিপূর্ণ ডিভাইসগুলোর ব্যাটারি বিনামূল্যে বদলে দেয়া হবে বলে নিশ্চিত করা হয়। ম্যাকবুক প্রো ল্যাপটপের ব্যাটারি ত্রুটির কারণে এখন পর্যন্ত কোনো অগ্নিদুর্ঘটনার তথ্য মেলেনি বলা হয়েছে।
বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, পুরনো প্রজন্মের খুব অল্পসংখ্যক ১৫ ইঞ্চি ম্যাকবুক প্রো ল্যাপটপের ব্যাটারি উত্তপ্ত হওয়ার কারণে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হয়েছে।
চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো নিজেদের বিক্রীত পণ্য ফেরত নেয়ার ঘোষণা দিল অ্যাপল। গত এপ্রিলে নিজেদের কিছু ওয়াল প্লাগ অ্যাডাপ্টার ফেরত নেয়ার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। এ ত্রুটিপূর্ণ প্লাগগুলোর কারণে ইলেকট্রিক্যাল শক ঝুঁকি তৈরি হয়েছিল। এছাড়া গত কয়েক বছরে খুব কম ক্ষেত্রেই বড় ধরনের রিপ্লেসমেন্ট প্রোগ্রামের ঘোষণা দিয়েছিল অ্যাপল। অবশ্য এর আগে স্বল্পসংখ্যক ১৩ ইঞ্চি ম্যাকবুক প্রো ল্যাপটপের ব্যাটারি এবং স্টোরেজ ডিভাইসের জন্য রিপ্লেস প্রোগ্রাম চালু করেছিল প্রতিষ্ঠানটি।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ব্যাটারি ইস্যুতে দ্বিতীয়বারের মতো হলেও গত মাসে বেশকিছু নতুন ল্যাপটপের কিবোর্ডে ত্রুটির অভিযোগ তুলেছিল অ্যাপল ডিভাইস ব্যবহারকারীরা। সে সময় ভুক্তভোগী গ্রাহকদের বিনামূল্যে ত্রুটি সারানোর অফার দিয়েছিল প্রতিষ্ঠানটি।