ভাঁজ করা স্মার্টফোন নিয়ে আলোচনা চলছে প্রযুক্তি বিশ্বে। বিশ্বের শীর্ষস্থানীয় ডিভাইস নির্মাতাদের ফোল্ডেবল ফোনের ঘোষণা পাওয়া গেলেও অ্যাপল ছিল নিরব। একমাত্র প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপলের পক্ষ থেকে ফোল্ডেবল ডিভাইস বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি।
অবশেষে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের পক্ষ থেকেও ভাঁজ করার সুবিধাযুক্ত প্রযুক্তিপণ্যের দেখা মিলতে পারে। এ নিয়ে নিজস্ব পেটেন্ট আবেদন করেছে প্রতিষ্ঠানটি। গুঞ্জন উঠেছে, স্মার্টফোনের পাশাপাশি ভাঁজ করা আইপ্যাড নিয়েও কাজ শুরু করেছে অ্যাপল।
এদিকে ফোল্ডেবল পণ্যের বিষয়ে জানতে সিনেটের পক্ষ থেকে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।
বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান ইউবিএস’র বরাদ দিয়ে সিএনবিসি জানিয়েছে, ২০২১ সালে ফোল্ডেবল ডিভাইস আনবে অ্যাপল। তবে প্রথমে ফোল্ডেবল আইপ্যাড আনার পরিকল্পনা করছে। আর তার কিছু পরেই হয়তো আইফোনও আনা হতে পারে।
২০২০ অথবা ২০২১ সালে অ্যাপল ফোল্ডেবল আইফোন বা আইপ্যাড আনতে পারে। যদিও ধারণা করা হচ্ছে, আগামী বছরেই প্রতিষ্ঠানটি তাদের প্রথম ফোল্ডেবল পণ্য আনতে পারে। তবে সেই পণ্য কি সেটা সম্পর্কে কিছু জানা যাচ্ছে না।
ইউবিএসের এক জরিপ বলছে, এক তৃতীয়াংশের বেশি গ্রাহক অ্যাপলের ফোল্ডেবল কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। কিন্তু তারা এর জন্য বাড়তি আরও ৬০০ মার্কিন ডলার পর্যন্ত খরচ করতে রাজি। প্রতিষ্ঠানটি জানায়, মার্কিন জায়ান্টটিকে নিজেদের ফোল্ডেবল পণ্য আনার আগে তার দাম কমানো নিয়ে বিস্তর কাজ করতে হবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ফোল্ডেবল ফোনের একটি পেটেন্টের নকশা আপডেট করেছে অ্যাপল।
উল্লেখ্য, চলতি বছরেই চীনা জায়ান্ট হুয়াওয়ে মেট এক্স উন্মোচন করে, যা বাজারে আসবে আগামী সেপ্টেম্বরে। এছাড়াও একই সময়ে বাজারে আসবে স্যামসাংয়ের গ্যালাক্সি ফোল্ড। ফোল্ডেবল স্মার্টফোন আনার জন্য মটোরোলা, এলজি টিসিএলসহ আরও অনেক প্রতিষ্ঠান কাজ করছে।