মোবাইল ফোন অপারেটর রবি স্বেচ্ছা পৃথকীকরণ স্কিমের (ভিএসএস) মাধ্যমে কর্মী সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
এ সম্পর্কে রবি জানিয়েছে, বর্তমানে দেড় হাজারের মতো কর্মী কর্মরত রয়েছে। বিটিআরসির বিভিন্ন নিষেধাজ্ঞার জন্য তাদের নেটওয়ার্ক সম্প্রসারণসহ ভেন্ডর সংশ্লিষ্ট কর্মীদের কোনো কাজ নেই। এছাড়া অন্য কোনো বিভাগেও তেমন কোনো কাজই নেই। অন্যদিকে বিনিয়োগও আটকে থাকায় কর্মী কমানো ছাড়া কোনো উপায়ও নেই। তবে কত সংখ্যক কর্মী কমানো হবে তা এখনো সুনির্দিষ্ট নয়।
তারা স্বেচ্ছা পৃথকীকরণ স্কিমের (ভিএসএস) মাধ্যমে কর্মী সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এ স্কিমে কর্মীদের অবসরের নিয়মিত পাওনার সঙ্গে বাড়তি অর্থ প্রদান করা হয়। আশা করা হচ্ছে, এই স্কিমের আওতায় অনেক কর্মীই হয়তো রবি ছেড়ে দেবে।
উল্লেখ্য, এর আগে বাংলালিংক ৩ বার ও গ্রামীণফোন অন্তত ৫ বার এই স্কিমের মাধ্যমে কর্মী কমিয়েছে।