বিশ্বের প্রথম সম্পূর্ণ ব্লকচাইন-চালিত স্মার্টফোন বব (ব্লক অন ব্লক) একসঙ্গে দুইটি আলাদা অপারেটিং সিস্টেমে (ওএস) চলবে। ডিজিটাল অ্যাসেট ওয়ালেট অ্যাপ এক্সওয়ালেটের মাধ্যমে বিটকয়েনের মতো বিভিন্ন ক্রিপ্টোকারেন্সিতে কেনা যাবে এই স্মার্টফোন।
স্মার্টফোনটির নির্মাতা প্রতিষ্ঠান সিঙ্গাপুর ভিত্তিক পুডি এক্স ল্যাব জানিয়েছে, এই অ্যাপের ব্যবহারকারীরা আগামী ৩০ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রি-অর্ডার ডিসকাউন্ট হিসেবে ৫৩৯ ডলারে কিনতে পারবেন। ফোনটির প্রকৃত মূল্য মাত্র ৫৯৯ ডলার।
পুডি এক্স পেমেন্ট ইকোসিস্টেমের সঙ্গে নিয়মিত ডিজিটাল অ্যাসেট ওয়ালেট হিসেবে এক্সওয়ালেট মোবাইল অ্যাপ যুক্ত করা যাবে।
ব্লকচেইন চালিত ডিভাইসের নেতৃস্থানীয় ডেভেলপার পুন্ডি এক্স ল্যাব নির্মিত স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড প্লাটফর্মে চলবে (অ্যান্ড্রয়েড ৯ ওএস)। বব স্মার্টফোনে দ্বিতীয় ওএস হিসেবে রয়েছে ‘ফাংশন এক্স বা এফ (এক্স) ওএস’।