প্রতিশ্রুত ১০ হাজার ওয়াই-ফাই হটস্পট স্থাপন থেকে সরে দাঁড়াচ্ছে ফেসবুক এবং রবি আজিয়াটা। তবে সরকার বলছে, এমন কোনো উদ্যোগ সম্পর্কে তাদের জানা নেই। সেক্ষেত্রে পরিকল্পনা থেকে সরে আসার বিষয়টি মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। বকেয়া পাওনা নিয়ে রবি’র এবং ট্যাক্স ইস্যুতে ফেসবুকের সঙ্গে সরকারের দূরত্ব বাড়ার কারণে এখন এমন ইস্যু তৈরি হচ্ছে বলে মত দিয়েছেন খাত সংশ্লিষ্টরা।
ইংরেজি দৈনিক ডেইলি স্টারের খবরে বলা হয়েছে, সম্প্রতি স্থানীয় ইন্টারনেট সেবদাতা প্রতিষ্ঠানের(আইএসপি) সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে এই তারহীন প্রযুক্তির ইন্টারনেট সেবা দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছিলো এই বেসরকারি মোবাইল অপারেটর এবং সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক। লিংক থ্রি’র সঙ্গে মিলে এই পরিকল্পনা নেয়া হয়েছিলো বলে বিষয়টি গণমাধ্যমটিকে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চিফ টেকনিক্যাল অফিসার এফ এম রাশেদ আমিন।
তবে কার্যত এমন কোনো পরিকল্পনা নেয়া হয়নি বলে ডিজিবাংলা-কে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি বলেন, আমাদের কাছে তো কোনো পরিকল্পনাই দেয়নি। তাহলে বাস্তবায়নের কথা কোথা থেকে আসছে বলে প্রশ্ন রাখন মন্ত্রী। তিনি বলেন, ফেসবুকের এম্নিতেই সরকারের নানা ইস্যু রয়েছে। তাই কোনো পদক্ষেপ নিতে হলে সেসব বিষয় বিবেচনা করেই এসব সিদ্ধান্ত নেয়া হবে।
মোস্তাফা জব্বার বলেন, স্কুল-কলেজে ইন্টারনেট দিতে ইতিমধ্যেই সরকার ব্যাপক উদ্যোগ হাতে নিয়েছে। দেশজুড়ে ৫৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট দেয়া হচ্ছে। ইতিমধ্যেই ১০০ এর বেশি প্রতিষ্ঠানে সংযোগ স্থাপন করা হয়েছে।
তবে ফেসবুক ২০১৮ সালের শেষ দিকে টেলিকম মন্ত্রী মোস্তফা জব্বারের কাছে মৌখিকভাবে প্রস্তাব দেয়ার পর ২১০৯ সালের মাঝামাঝি এ বিষয়ে রবি লিখিত প্রস্তাব বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) দেয়া হয়। কিন্তু অনুমতি পয়নি বলে জানিয়েছে লি “ফেসবুক এবং রবি উভয়ই অনেক চেষ্টা করেছিল এবং নিয়ন্ত্রক এটির অনুমতি দেয়নি বলে জানিয়েছেন লিংক থ্রি’র চিফ টেকনিক্যাল অফিসার।
প্রসঙ্গত, দ্রুত, সাশ্রয়ী মূল্যের, নির্ভরযোগ্য এবং স্কেলযোগ্য ইন্টারনেট অ্যাক্সেস সরবরাহ বর্তমানে এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার অনুন্নত অঞ্চলে “এক্সপ্রেস ওয়াই-ফাই” প্রকল্প পরিচালনা করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।