গ্রাহকসংখ্যায় দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ইয়াসির আজমান। আজ বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ ফেব্রয়ারি থেকে সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন আজমান। তিনি বর্তমান সিইও আফ্রিকান মাইকেল ফোলির স্থলাভিষিক্ত হবেন।
বাংলাদেশী হিসেবে প্রথমবারের মতো এই পদে দায়িত্ব নিতে যাওয়া আজমান এর আগে ২০১৫ সালের জুন থেকে গ্রামীণফোনের সিএমও এবং ২০১৭ সালের মে মাস থেকে ডেপুটি সিইও ও সিএমও’র দায়িত্ব পালন করছেন। তিনি একসময় গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনর গ্রুপের বিতরণ ও ই-বিজনেস বিভাগের প্রধানের দায়িত্বেও ছিলেন। এছাড়াও টেলিনরের হয়ে বিভিন্ন দেশে কোম্পানিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞপ্তিতে গ্রামীণফোনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পেটার বি ফারবার্গ বলেন, ‘ইয়াসির আজমান গ্রামীণফোন ও টেলিনর গ্রুপের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেই আজকের অবস্থানে এসেছেন। আমি অনেক আনন্দিত যে, আজমান আমাদের বাংলাদেশি অপারেশনের নেতৃত্ব দিতে রাজি হয়েছেন। তিনি প্রথম বাংলাদেশী হিসাবে গ্রামীণফোনের সিইও হচ্ছেন। এটি টেলিনর ও গ্রামীণফোনের সকলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।’
সাড়ে সাত কোটি গ্রাহককে আরও উন্নত সেবা দেওয়ার অঙ্গীকার করে নতুন সিইও আজমান তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘গ্রামীণফোনের সিইও হিসাবে দায়িত্ব গ্রহণের প্রস্তাব পেয়ে আমি অনেক আনন্দিত ও সম্মানিত বোধ করছি। ডিজিটাল বাংলাদেশ, সামাজিক ক্ষমতায়ন এবং আমাদের গ্রাহকদের জন্য যা গুরুত্বপূর্ণ তার সাথে যোগাযোগ করিয়ে দিতে আমি দৃঢ়ভাবে বিশ্বাসী।’