করোনা ভাইরাস সম্পর্কে সচেতনত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-কে ১০৬৫৫ শর্টকোড বরাদ্দ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বৃহস্পতিবার বিনামূল্যে এই নম্বরটি বরাদ্দ দেয়ার কথা নিশ্চিত করেছেন সংস্থাটিরমিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক জাকির হোসেন খান।
তিনি জানান, নতুন শর্টকোড পেতে আইইডিসিআর এর পক্ষ থেকে আবেদন করা হয়েছিলো। জনগুরুত্ব পূর্ণ বিবেচনায় দ্রুততার সঙ্গে এবং বিনামূল্যে এই শর্টকোর্ডটি বরাদ্দ দেয়া হয়েছে।
আইইডিসিআর সরকারি প্রতিষ্ঠান হওয়ায় গ্রাহকরা মাত্র ৪৫ পয়সা খরচে এই নম্বরে ফোন করতে পারবেন। এই নম্বরে ফোন করে করোনা নিয়ে আইইডিসিআরের সেবা পাওয়া যাবে।
এদিকে ফেসবুক পেজ ও ম্যাসেঞ্জার iedcr,COVID-19 Control Room এবং iedcrcovid [email protected] মেইল সুবিধা চালু করা হয়েছে। ১৭টি ছাড়াও রয়েছে হটলাইন ১৬২৬৩, স্বাস্থ্য বাতায়ন কল সেন্টার নম্বর ৩৩৩ এবং আইভিআর ০১৯৪৪৩৩৩২২২ নম্বর চালু করা হয়েছে।