দেশে মোবাইল ইন্টারনেটের গ্রাহকসংখ্যা বৃদ্ধিতে ধস নেমেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবে টানা দুই মাস প্রায় ১৩ লাখ গ্রাহক বেড়ে ফেব্রুয়ারিতে তা নেমে এসেছে ২ হাজারে।
২০২১ সালের প্রথম মাসেই মোবাইল ইন্টারনেট গ্রাহকসংখ্যায় নতুন মাইলফলক তৈরি হয়েছিল। এক মাসে ৮ লাখ ৩৮ হাজার ইন্টারনেট গ্রাহক এসেছিল মোবাইল ফোন অপারেটরগুলোর। গত বছরের ডিসেম্বরে বেড়েছিল সাড়ে ৪ লাখ গ্রাহক।
বিটিআরসির সবশেষ হিসাবে চলতি বছরের ফেব্রুয়ারিতে এসে মোট মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৩১ লাখ ৯৩ হাজার। জানুয়ারিতে যা ছিল ১০ কোটি ৩১ লাখ ৯১ হাজার।
এর আগে ২০২০ সালের ডিসেম্বরে দেশে মোবাইল ইন্টারনেটের গ্রাহক সংখ্যা ছিল ১০ কোটি ২৩ লাখ ৫৩ হাজার। তবে এর আগের কয়েক মাসে হ্রাস-বৃদ্ধির মধ্যে ছিল এই ব্যবহারকারী।
নভেম্বরে মোবাইল ইন্টারনেট গ্রাহ ছিল ১০ কোটি ১৯ লাখ ৫ হাজার। অক্টোবরে ছিল ১০ কোটি ২১ লাখ ৬ হাজার। আর সেপ্টেম্বরে এটি ছিল ১০ কোটি ২৪ লাখ ৭৮ হাজার।
বিটিআরসির হিসাবে সর্বশেষ ৯০ দিনের মধ্যে কোনো ব্যক্তি এক দিন ইন্টারনেটে প্রবেশ করলেই তাকে গ্রাহক হিসেবে গণ্য করা হয়।