গত কয়েকদিন ধরে বিঘ্নিত হচ্ছিলো ইন্টারনেটের গতি। বন্ধ ছিলো ফেসবুকসহ কয়েকটি যোগাযোগমাধ্যমও। এবার ব্যবহারকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বিটিআরসির আরেক ঘোষণা। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী এ সংস্থা বলছে, মোবাইল অপারেটরদের তরঙ্গ পরিবর্তনের কারণে এপ্রিল মাসে দুই দফায় বিঘ্নিত হতে পারে মোবাইল নেটওয়ার্ক।
সোমবার (২৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।
বিবৃতিতে জানানো হয়, তরঙ্গ পুনর্বিন্যাস কার্যক্রমের জন্য প্রথম ধাপে আগামী ১ এপ্রিল রাত ১১টা থেকে ২ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক ব্যবহারে সমস্যা হতে পারে।
দ্বিতীয় ধাপে ৭ এপ্রিল রাত ১১টা থেকে ৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত একই সমস্যা হতে পারে বলেও জানিয়েছেন তাঁরা।
গত ৮ মার্চ নিলামের মাধ্যমে ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডে ৭.৪ মেগাহার্টজ ও ২১০০ মেগাহার্টজ ব্যান্ডে ২০ মেগাহার্টজসহ মোট ২৭ মেগাহার্টজ তরঙ্গ গ্রামীনফোন, রবি ও বাংলালিংককে বরাদ্দ দেয়া হয়েছে।
আগের বরাদ্দকৃত তরঙ্গ থেকে নতুন তরঙ্গে স্থানান্তর কাজের জন্যই নির্ধারিত সময়ে মোবাইল যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে বলেও জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।