ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট সহজলভ্য করতে ‘একদেশ এক রেট’ নীতি অনুসরণ করতে হবে। প্রত্যন্ত এলাকার মানুষের জন্য ইন্টারনেটের পৃথক রেট গ্রহণযোগ্য হতে পারে না। ইন্টারনেট সহজলভ্য করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে একে অপরের প্রতি দোষারোপ না করে সমন্বয়ের মাধ্যমে যেকোন সমস্যার সমাধানে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রোববার (৬ জুন) এই সেবার উদ্বোধন করবেন বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
এ উপলক্ষে বিটিআরসি ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার দীর্ঘদিন থেকেই ইন্টারনেট সেবায় সারাদেশে একদেশ এক রেট বাস্তবায়নের কথা বলে আসছেন।
তিনি বলেন, যে ইন্টারনেট স্পিড শহরে হবে তা গ্রামেরও করতে হবে। শহরের বাইরে কেন বাড়তি পয়সা দিতে হবে, সেটা গ্রহণযোগ্য না।
সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী গ্রাম শহর হবে , গ্রাম শহর হওয়ার মানে হচ্ছে ডিজিটাল গ্রাম হবে, শহরের সুযোগ সুবিধা গ্রামে হবে। যে ইন্টারনেট স্পিড শহরে হবে তা গ্রামেরও করতে হবে। শহরের বাইরে কেন বাড়তি পয়সা দিতে হবে, সেটা গ্রহণযোগ্য না। ট্রান্সমিশন কোম্পানি এনটিটিএন এর জন্য খরচ বাড়ছে, এই খরচ যেন গ্রাহকের ওপর না পড়ে, সেটা সরকার দেবে না কি হবে তা ঠিক করতে হবে।