বাংলালিংককে টানা তৃতীয়বারের মতো দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি দিয়েছে ওকলা। ১৭.১২ স্পিড স্কোর নিয়ে ২০২১ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের ওকলা স্পিডটেস্ট অ্যাওয়ার্ড রিপোর্টে শীর্ষ স্থান অর্জন করেছে বাংলালিংক। ওকলার ‘স্পিডটেস্ট অ্যাপ’ ব্যবহারকারীদের কাছ থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়। ‘স্পিডটেস্ট অ্যাপ’-এর মাধ্যমে প্রতিদিন কয়েক মিলিয়ন ফলাফল সংগ্রহ করে থাকে ওকলা। বিশ্বব্যাপী মোবাইল নেটওয়ার্কের মান, কার্যক্ষমতা ও ব্যবহারযোগ্যতা সঠিকভাবে নির্ণয় ও বিশ্লেষণের জন্য বিশেষভাবে সমাদৃত প্রতিষ্ঠানটি।
গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবার অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে বাংলালিংক বিটিআরসি আয়োজিত সর্বশেষ নিলাম থেকে মোট ৯.৪ মেগাহার্জ স্পেকট্রাম ক্রয় করে। এর ফলে বাংলালিংক গ্রাহক প্রতি স্পেকট্রামের হিসেবে দেশের বেসরকারি টেলিকম অপারেটরদের মধ্যে শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয় । বাংলালিংকের নতুন এই স্পেকট্রাম ও ডুয়েল-ক্যারিয়ার নেটওয়ার্ক দেশের সর্বোচ্চ গতির নেটওয়ার্কের স্বীকৃতিতে বিশেষ ভূমিকা রেখেছে।
বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, ‘টানা তৃতীয় বারের মতো এই সম্মানজনক পুরস্কার অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের একটি ব্যাপার। এর মাধ্যমে প্রতিফলিত হয় যে, আমরা দীর্ঘ সময় ধরে ধারাবাহিকতার সাথে দ্রুত গতির ফোরজি ইন্টারনেট সেবা দিতে পেরেছি। আরও বেশি সংখ্যক গ্রাহককে ডিজিটাল সুবিধা গ্রহণের সুযোগ দিতে আমরা সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ গতির ইন্টারনেট সেবা দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাব। আমরা বিশ্বাস করি, এই প্রচেষ্টা ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়নকে আরও অগ্রসর করবে।’