দেশে ফাইভজি নেটওয়ার্কের যাত্রা শুরু হচ্ছে আগামীকাল রোববার থেকে। পরীক্ষামূলকভাবে এ সেবা চালু হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়, টুঙ্গিপাড়া, সচিবালয়সহ ছয়টি এলাকায়। সীমিত পরিসরে এ পরিষেবা পাওয়া যাবে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য জানান। সচিবালয়ের পিআইডি সম্মেলন কক্ষে পরীক্ষামূলকভাবে ফাইভজি নেটওয়ার্ক চালুকরণ বিষয়ক সংবাদ সম্মেলনটি আয়োজিত হয়।
মোস্তাফা জব্বার বলেন, ২০১৮ সালে ঘোষিত আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বাংলাদেশে ২০২১-২৩ সালের মধ্যে ফাইভজি নেটওয়ার্ক চালু করার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় ১২ ডিসেম্বর থেকে সীমিত পরিসরে ফাইভজি চালু করতে যাচ্ছে সরকার।
মন্ত্রী জানান, প্রাথমিকভাবে টেলিটক ঢাকায় প্রধানমন্ত্রী কার্যালয়, ধানমন্ডী-৩২, বাংলাদেশ সচিবালয়, মানিক মিয়া এভিনিউ এবং ঢাকার বাইরে সাভার ও টুঙ্গিপাড়া মিলিয়ে মোট ছয়টি এলাকা ফাইভজি কাভারেজের আওতায় আনা হচ্ছে। পরবর্তীতে টেলিটক ঢাকা শহরের ২০০টি গুরুত্বপূর্ণ এলাকায় এ প্রযুক্তি সেবা চালু করবে।
টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আগামী বছর মার্চে বেতার তরঙ্গ বরাদ্দ নিলামে দেয়ার পর বেসরকারি তিনটি মোবাইল অপারেটর এ প্রযুক্তি চালু করবে। ২০২২ সালের পর টেলিটক ও বিটিসিএল’র মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল বিশেষ করে স্পেশাল ইকোনোমিক জোনসমূহে এ সেবা চালু করার প্রস্তুতির কাজ চলছে।