বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিটিআরসি ২০২২ সালের ৩১ মার্চ ফাইভজির স্পেকট্রাম নিলামের তারিখ চূড়ান্ত করেছে। সংস্থাটি ফাইভজির স্পেকট্রাম নিলামে অংশগ্রহণকারীদের আবেদন নেয়া শুরু করেছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ফাইভজির তরঙ্গ নিলামের সব গুছিয়ে আনা হয়েছে। চলতি মাসেই নিলাম হবে।
জানা গেছে, এবার ‘রেডিও ফ্রিকোয়েন্সি অকশন-২০২২’ নামে নিলামে অনুষ্ঠিত হচ্ছে। নিলামে প্রতি মেগাহাটর্জ স্পেকট্রামের ফ্লোর প্রাইস বা বেইজ প্রাইস থাকছে ৬ মিলিয়ন ডলার, টাকার হিসাবে যা ৫১ কোটি ৯০ লাখের একটু বেশি। এতে স্পেকট্রাম ক্রয়কারীদের জন্য ফাইভজি সেবা চালুর জন্য ৬ মাসের রোলআউট অবলিগেশন দেয়া হয়েছে। নিলামের দিন হতে এই সময় ধরা হবে। মোট ১৮ ব্লকে স্পেকট্রাম নিলাম হবে।
এর আগে গত বছর এই নিলাম করতে চেয়েও মোবাইল অপারেটরগুলোর কাছ থেকে সাড়া না পেয়ে তা করতে পারেনি বিটিআরসি। তখন অপারেটরগুলো বলেছিলো, তারা ওই বছরের মার্চে স্পেকট্রাম নিলামে অনেক টাকা বিনোয়োগ করেছেন। তাই এই অল্প সময়ের মধ্যে আবার স্পেকট্রাম কিনতে হলে তাদের সময় লাগবে।
অবশ্য দেশে ইতোমধ্যেই পরীক্ষামূলকভাবে ফাইভজি নেটওয়ার্ক চালু হয়েছে। এ পর্যায়ে প্রাথমিকভাবে সরকারি অপারেটর টেলিটকের ছয়টি সাইটে ফাইভজি নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। তবে এখনও এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য উম্মুক্ত করা হয়নি।