যুক্তরাষ্ট্রের প্রত্যন্ত অঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেটের ডাউনলোড গতি বাড়াতে নতুন উদ্যোগ হাতে নিয়েছে দ্য ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। অল্টারনেটিভ কানেক্ট আমেরিকা কস্ট মডেল প্রোগ্রামে (এ-সিএএম) পরিবর্তন আনার মাধ্যমে এটি কার্যকর করা হবে। খবর এনগ্যাজেট।
পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে যেসব অঞ্চলে এ-সিএএম সাপোর্টের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেয়া হয়, সেসব জায়গায় ন্যূনতম ডাউনলোড ও আপলোড স্পিড প্রতি সেকেন্ডে যথাক্রমে ১০০ ও ২০ মেগাবাইট করা হবে। বর্তমানে ডাউনলোড ও আপলোড স্পিড যথাক্রমে ২৫ ও ৩ মেগাবাইট।
এ-সিএএম ব্রডব্যান্ড জোট একটি বর্ধিত এ-সিএএম প্রোগ্রাম তৈরির প্রস্তাব দিয়েছে। মূলত বিভিন্ন ফেডারেল প্রোগ্রামে দ্বৈত প্রচেষ্টার ভুল এড়ানোর পাশাপাশি অবকাঠামো বিনিয়োগ ও নিয়োগ আইনে উল্লেখিত গতি নিশ্চিত করা।