প্রত্যন্ত অঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি বাড়ানোর উদ্যোগ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা দ্য ফেডারেল কমিউনিকেশনস কমিশন, এফসিসি। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ডাউনলোড স্পিড হবে প্রতি সেকেন্ড ১০০ মেগাবাইট এবং আপলোড স্পিড ২০ মেগাবাইট।
অল্টারনেটিভ কানেক্ট আমেরিকা কস্ট মডেল বা এ-সিএএম প্রোগ্রামের মাধ্যমে ইন্টারনেটের গতির পরিবর্তন আনা হবে। প্রত্যন্ত অঞ্চলে বর্তমানে ডাউনলোড স্পিড আছে ২৫ মেগাবাইট এবং আপলোড স্পিড ৩ মেগাবাইট।
মার্কিন যুক্তরাষ্ট্রের সিটিগুলোর সাথে প্রত্যন্ত অঞ্চলের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা উন্নতর করতেই এই উদ্যোগ।
বাইডেন প্রশাসন ২০৩০ সালের মধ্যে সকল আমেরিকানদের অনলাইনে আনতে এবং ডিজিটাল বিভাজন দূর করার জন্য ৪৫ বিলিয়ন ডলারের প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় অল্প আয়ের পরিবারে নামমাত্র মূল্যে উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করা হবে। যার ভর্তুকি দেবে সরকার।