প্রত্যন্ত অঞ্চলে এখনও ঠিকমতো ২জি বা ৩জি নেটওয়ার্ক পাওয়া যায় না সেখানে ফোরজি বা ফাইভজি কতটা কার্যকর হবে এমন প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ২জি আরও কিছুদিন থাকবে, ৩জি মারা গেছে। আমরা ফোরজির যুগে পৌঁছে গেছি। এখন আমার কাছে যে তথ্য আছে, দেশের ৯৮ ভাগ জায়গায় ফোরজি বিস্তার লাভ করেছে। এটা অসাধারণ অর্জন বলে আমি মনে করি।
আজ রোববার, ২৯ মে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস-২০২২ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
মোস্তাফা জব্বার বলেন, আমাদের মৌলিক দায়িত্ব হচ্ছে ডিজিটাল সংযোগ প্রদান করা। আমরা ৫জি সম্প্রসারণ করব। শুধু তরঙ্গের মাধ্যেম মানসম্পন্ন সেবা দেওয়া যাবে না, এজন্য ফাইবার অপটিক ক্যাবলে যুক্ত হতে হবে। ফাইবার অপটিক ক্যাবল সম্প্রসারণে ইতোমধ্যে ভূগর্ভস্থ পদ্ধতি গ্রহণ করা হয়েছে।
অপারেটরদেরকে মানসম্পন্ন ৪জি সেবা বাস্তবায়নের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ৫জি আমাদের যেখানে প্রয়োজন হবে সেখানে ধাপে ধাপে চালু করা হবে।
২০২৫ সালের মধ্যে বাংলাদেশ তৃতীয় সাবমেরিনে যুক্ত হবে জানিয়ে মোস্তাফা জব্বার বলেন, সৌদি বাংলাদেশ থেকে ৬০০ জিবিপিএস ব্যান্ডউইডথ নিচ্ছে এবং আরো ১ টেরাবাইট ব্যান্ডউইডথ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। ইতোমধ্যে ভারতের ত্রিপুরা রাজ্য ১০ জিবিপিএস ব্যান্ডউইডথ নিচ্ছে এবং আসাম ও মেঘালয় রাজ্য বাংলাদেশ থেকে ব্যান্ডউইডথ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ কোনো ব্যান্ডউইডথ সংকটে পড়বে না।
সিম আপগ্রেডেশনে ফিঙ্গার প্রিন্টের সঙ্গে ওটিপি ব্যবহারের মতো বিকল্প পথ খুঁজে বের করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশনা দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমানের সভাপতিত্বে বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলম, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক রফিকুল মতিন অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন।