রাজধানীর শ্যামপুরের জুরাইন বালুর মাঠ এলাকায় বিপুল সংখ্যক অবৈধ ইনডোর-আউটডোর এন্টেনা ও নেটওয়ার্ক বুস্টারসহ একজনকে আটক করা হয়েছে। র্যাব-৩ এই অভিযান পরিচালনা করে। আজ সোমবার ৬ জুন রাতে র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানিয়েছে, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর আভিযানিক দল জানতে পারে যে, অবৈধ এন্টেনা ও নেটওয়ার্ক বুস্টার বিক্রয়কারী চক্রের সদস্য দীর্ঘদিন ধরে রাজধানীর শ্যামপুরে বিনা অনুমতিতে বিক্রি করে আসছে।
অভিযানে ওই এলাকার বিসমিল্লাহ টাওয়ারের এম এম ইলেকট্রিক নামক প্রতিষ্ঠান থেকে অনুমোদনবিহীন ৫৪টি ইনডোর এন্টেনা, ২৯টি আউটডোর এন্টেনা এবং ৭টি নেটওয়ার্ক বুস্টার জব্দসহ একজনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১, (সংশোধিত-২০১০) অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র্যাব।
জানা যায়, চুরি-ডাকাতি বা বড় কোন অপরাধ করে পালিয়ে যাবার পথ সুগম করতে দুর্বৃত্তরা নেটওয়ার্ক জ্যামার ব্যবহার করে থাকে। এতে ভুক্তভোগীরা তাৎক্ষণিকভাবে ফোন করে কারো কাছ থেকে সহায়তা নিতে পারে না। রাজধানীতে অনুমতি ছাড়া এমন অবৈধ জ্যামার বিক্রি করে আসছিলো একটি চক্র। এই চক্রের মূল উৎপাটন করতে গত দুই মাস ধরে যৌথ অভিযান চালাচ্ছে র্যাব ও বিটিআরসি।