ভারতে ফাইভজি চালু করা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে জল্পনা-কল্পনা। অবশেষে ভারত সরকার জানিয়ে দিয়েছে আগামী মাসের ২৬ জুলাই ফাইভজির স্পেকট্রাম নিলাম অনুষ্ঠিত হবে। এর ফলে চলতি বছরের শেষ দিকে ভারতজুড়ে ফাইভজি চালু হতে পারে।
ফোরজি থেকে কয়েকগুন বেশি স্পিড মিলবে ফাইভজিতে। কিন্ত ভারতের ইন্টারনেট ব্যবহারকারীরা চিন্তিত দাম নিয়ে। তারা বলছেন, ফাইভজি চালু করা হলেও সাধারণ মানুষের জন্য তা কতটা সাধ্যের মধ্যে থাকবে সে নিয়ে সন্দেহ থাকছে।
এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, বিশ্বের তুলনায় ভারতে ফাইভজি ইন্টারনেটের দাম অনেকটাই কম হবে। ফোরজি থেকে ফাইভজি ইন্টারনেটের দামের পার্থক্য খুব একটা বেশি হবে না। অনেক ক্ষেত্রেই ডেটার দাম প্রায় একই রাখা হবে।
ভারতে প্রতিমাসে একজন ইন্টারনেট ব্যবহারকারী গড়ে ১৮ জিবি ডেটা ব্যবহার করেন। বিশ্বের তুলনায় এ সংখ্যা অনেকটাই বেশি। কারণ বিশ্বে গড়ে ১১ জিবি ডেটা ব্যবহার হয়। তবে ইন্টারনেটের গতিতে বিশ্বের অনেক দেশ থেকে ভারত পিছিয়ে রয়েছে। ১৭৮ দেশের মধ্যে ভারতের অবস্থান ১২৫ তম।